images

ফুটবল

আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের তপু

স্পোর্টস ডেস্ক

২১ জানুয়ারি ২০২৩, ০৫:২২ পিএম

সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপে লিওনেল স্কালোনির হাত ধরে মেসির আর্জেন্টিনার ৩৬ বছরের হতাশা মিটেছে। অপরদিকে মেসির সোনালী ট্রফি পাওয়ার অপূর্ণতা। এছাড়া বাংলাদেশের প্রাপ্তির ঝুলিতে যোগ হয়েছে আর্জেন্টিনা থেকে ভালোবাসা। সেই উন্মাদনা মাথায় রেখেই মেসিকে আবারও ঢাকায় আনতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষ সেই সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে মেসিসহ পুরো আর্জেন্টিনা বাংলাদেশে আসবে জুনে। 

এদিকে আরেক চমক আসছে বাংলাদেশ ফুটবলের জন্য। আর্জেন্টিনার একটি ক্লাবে খেলার প্রস্তুাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ। অপরদিকে মাহমুদুল হাসান কিরণও আর্জেন্টিনার তৃতীয় বিভাগ ফুটবলে খেলার প্রস্তাব পেয়েছেন। 

পাগিনা ১২ নামক সংবাদ মাধ্যমে তপু ও কিরণের তৃতীয় বিভাগ লিগে প্রস্তাবের বিষয়টি বেশ ফলাওভাবে প্রচার করা হয়েছে। বাংলাদেশে মিডিয়া প্রকাশিত সংবাদ মাধ্যমে তপুর বক্তব্য উদ্ধৃতও করেছে আর্জেন্টাইন এই মিডিয়াটি। দুই ফুটবলারের বর্ণনা ছাড়াও বিশ্বকাপে আর্জেন্টিনার বাংলাদেশের সমর্থন নিয়েও তাদের রিপোর্টে স্থান পেয়েছে।  

তপু ও কিরণ দুই জনই বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন। আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের খেলা শুরু হবে মার্চে। তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যে ব্যস্ত সূচি বসুন্ধরার। আর্জেন্টিনায় খেলতে যাবেন কিনা এই দুই ফুটবলার তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা আসে নি। 

এমএএম