স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৩, ০১:০৩ পিএম
ফ্রান্স বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের পর থেকেই ফুটবলারদের নিয়ে দ্বৈরথের তীব্রতা বেড়েই চলছে। এবার সে আলোচনায় আসলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। পিএসজি এই তারকা ফাইনালে দ্বিতীয় ফুটবলার হিসাবে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছেন। এছাড়া বিশ্বকাপে মেসির থেকে এক গোল বেশি করে গোল্ডেন বুটও এবার জিতে নিয়েছেন তিনি।
আর এতেই ২০০২ সালে ব্রাজিলের রোনাল্ডোর পর প্রথমবারের মতো কেউ একটি বিশ্বকাপের সংস্করণে আটটি গোল করলেন। তবে এমবাপের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিতর্কের দাবানল ছড়াচ্ছে ফুটবল দুনিয়ায়। এর ফলে ফরাসি তারকাকে তুলোধোনা করলেন আর্জেন্টাইন বিখ্যাত মিউজিশিয়ান কার্লোস আলবার্তো সোলারি(ইন্ডিও সোলারি)।
এত রেকর্ডের ঘনঘটা ফরাসি ফুটবলার এমবাপের। তারপরও সতীর্থদের সঙ্গে মনোভাব কুড়িয়েছেন সমালোচনায়। পিএসজির দুই সুপারস্টার নেইমার এবং মেসির সঙ্গেও তাঁর ইগোর সংঘাত দেখেছে গোটা ফুটবল দুনিয়া। যেখানে মেসির মত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাতারকার সঙ্গে খেললেও-বেশ কয়েকবার নূন্যতম সম্মান না দেওয়ার অভিযোগ উঠে এই তারকার বিরুদ্ধে। গত আগস্টে মন্তেপিয়ারের বিরুদ্ধে যে ম্যাচে পিএসজি ৫-২ ব্যবধানে জয় পেয়েছিল, সেই ম্যাচেই বিতর্কের সূত্রপাত ঘটিয়ে যান এমবাপে। মেসির কাছ থেকে ক্রস না পেয়েই ধাক্কা দিয়ে বসেন এমবাপে। এত দুঃসাহস দেখে সেই ম্যাচে মেসিও প্রাথমিকভাবে অবাক হয়ে গিয়েছিলেন।
এছড়া এমবাপে বারেবারেই অসম্মান করে গিয়েছেন আর্জেন্টাইন মহাতারকাকে। বিশ্বকাপ ফাইনালে গোল করেও একাধিকবার মেসির মুখের ওপর করেছেন উদযাপন।
অন্যদিকে ব্রাজিলের তারকা নেইমারের সঙ্গেও তাঁর সমস্যা। সেই সূত্রপাত হয় দলের পেনাল্টি-টেকার কে হবেন, তা নিয়ে। অবশ্য সেই সংঘাত এখনও চলছে। এ নিয়ে বিশ্বকাপের পর মার্কার এক প্রতিবেদনে জানায়, এমবাপে পিএসজিকে তিন শর্ত দিয়েছে ক্লাবে থাকার জন্য। যে চুক্তির অন্যতম নেইমারকে সরানো।
ফলে সময়ের দুই সুপারস্টারের সাথে এমন আচারনে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন বিখ্যাত মিউজিশিয়ান কার্লোস । এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এমবাপে এক অসহ্য ছেলে। নেইমার ওঁকে সহ্য করে। সে এখনই বিশ্বের একনম্বর হতে চায়। আরে ভাই, অন্তত তাঁদের তো সম্মান দাও, যাঁরা তোমার আগেই দুনিয়ার সেরা হয়েছে।”
এসটি