স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩০ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন। পর্তুগিজ এই তারকার এশিয়ার ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্তে অনেকে অবাক হয়েছেন। তবে সিআর সেভেন মনে করেন ইউরোপের হয়ে এখন পর্যন্ত তিনি সবকিছুই জয় করেছেন। নিজের ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ নিতেই তিনি সৌদি আরবে পা রেখেছেন। দুই বছরের চুক্তিতে আন্তর্জাতিক ফুটবলের এই রেকর্ড গোলদাতা আল নাসেরের যোগ দিলেও এখনো মাঠে নামেননি। এবার জানা গেল কবে তিনি নয়া ক্লাবের হয়ে অভিষিক্ত হচ্ছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দেড় মাস পর এই পর্তুগিজ তারকা কোথায় যোগ দিবেন তা নিয়ে ছিল অনিশ্চিয়তা। তবে সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে এশিয়ার মাটিতে নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছেন ৩৭ বছর বয়সী এই তারকা।
সৌদি ক্লাবটিতে যোগ দিলেও সিআর সেভেন কবে নাগাদ ক্লাবটির জার্সি গায়ে মাঠে নামবেন তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ধারণা করা হচ্ছিল, আজ আল-তাইয়ের বিপক্ষে ম্যাচে কিছু সময়ের জন্য খেলতে পারেন রোনালদো। তবে নিষেধাজ্ঞার কারণে আপাতত মাঠে নামা হচ্ছে না এই পর্তুগিজ মহাতারকার।
কাতারে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে গত নভেম্বরে নিষেধাজ্ঞার মুখে পড়েন রোনালদো। এভারটনের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়ার সময় মেজাজ হারিয়ে প্রতিপক্ষের এক সমর্থকের ফোন ভেঙে ফেলেন তিনি। এরই জের ধরে শৃঙ্খলাজনিত কারণ দেখিয়ে রোনালদোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইংলিশ ফুটবল সংস্থা (এফএ)।
তবে ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে আসলেও তার এই নিষেধাজ্ঞা বহাল থাকছে। ফিফা নিয়মের ১২.১ ধারা অনুযায়ী, সিআর সেভেনের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা বহাল থাকবে সৌদি লিগেও। আজ (বৃহস্পতিবার) আল তাইয়ের বিপক্ষে মাঠে নামছে আল নাসের। এরপর আল শাবাবের মুখোমুখি হবে দলটি। স্বভাবতই নিষেধাজ্ঞার মারপ্যাঁচে রোনালদো এই দুই ম্যাচে মাঠে নামতে পারছেন না।
আল নাসেরের জার্সিতে মাঠে নামার জন্য ২২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে রোনালদোকে। আল এত্তিফাকের বিপক্ষে নতুন ক্লাবের জার্সিতে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অভিষেক হতে পারে এই মহাতারকার।
এমএএম