images

ফুটবল

ফাইনাল আমরাই জিতব, বললেন ফ্রান্স প্রেসিডেন্ট    

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২২, ১২:৪১ পিএম

কাতারের মাটিতে চমক জাগানো উত্তর আফ্রিকার দেশ মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। অপরদিকে সেমির লড়াইয়ে এদিন ফ্রান্সের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। তবে একজন ফুটবল সমর্থকের মতোই গ্যালারিতে বসে খেলা উপভোগ করলেন ৯০ মিনিট। এছাড়া দলের জয়ের পর সরল হাসি নয় বরং বুনো উল্লাসেই মাতলেন তিনি। 

অপরদিকে প্রেসিডেন্ট মাক্রোঁর দাবি, আগামী রোববারের ফাইনাল জিতবে ফ্রান্স।

এছাড়া ফ্রান্সের রাষ্ট্রপ্রধান বলেন, খুবই অসাধারণ এক দলকে আমরা খেলতে দেখলাম। আমাদের কোচ ও তার দলকে ধন্যবাদ। সবাই মুহূর্তটি উপভোগ করছে। ফাইনাল আমরাই জিতব। আমি রোববারও উপস্থিত থাকব।

মাক্রোঁর দাবি, এই দল আমাকে খুবই গর্বিত করেছে। আবারও অসাধারণ এক ম্যাচ দেখলাম। দেশমের এটা তৃতীয় ফাইনাল। শিরোপা আমরা ফিরিয়ে আনবোই।  

আগামী রোববার কাতার বিশ্বকাপের ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে এমবাপ্পের ফ্রান্স। বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।