স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম
অবশেষে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার জুনিয়র। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেলেসাওদের শুরুর একাদশে দেখা যেতে পারে এই তারকাকে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নেইমারের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাও কোচ তিতে।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারের খেলার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে অধিনায়ক থিয়াগো সিলভা বলেন, ‘হ্যাঁ, নেইমার ফিরছে’।
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলো ব্রাজিল। সেই ম্যাচে ২-০ গোলে জেতে সেলেসাওরা। তবে সার্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে ৯ বার ফাউলের শিকার হয়ে মারাত্মক ভাবে আঘাত পান নেইমার। পা মচকে যাওয়ায় গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যান এই তারকা ফুটবলার। এরপরই বেশ কিছু গণমাধ্যম প্রকাশ করেছিল পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার।
ম্যাচের আগের দিন কোচ তিতে আরও জানান, ‘নেইমার আজ দলের সঙ্গে অনুশীলন করবে। কোনো সমস্যা না হলে কাল সে খেলবে।’ তাছাড়াও নেইমারের সঙ্গে কাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে ফিরছেন ডিফেন্ডার দানিলো। ব্রাজিল দলের ফিজিও তাঁকেও ‘ফিট’ হিসেবে ঘোষণা করেছেন।
এফএইচ