images

ফুটবল

বেলজিয়ামকে মাটিতে নামিয়ে প্রথম জয় মরক্কোর

স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম

কাতার বিশ্বকাপে প্রতিনিয়ত যেন ঘটে যাচ্ছে একের পর এক চমক। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। এরপর চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জাপানের কাছে হার সব মিলিয়ে বড় দলগুলো যেন ছন্দপতনের তালিকায়। সেই ধারাবাহিকতায় আজ বিশ্বকাপের অষ্টম দিনে ইউরোপের জায়ান্ট বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে আরেকটি অঘটনের জন্ম দিল আফ্রিকার দেশ মরক্কো।   

ম্যাচের শুরু থেকেই সমানে সমান লড়াই করে যাচ্ছিল ফিফা র‍্যাঙ্কিংয়ে ২২ নম্বরে থাকা দলটি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বেলজিয়াম শিবিরে বল জড়িয়ে আল থুমামা স্টেডিয়ামে রীতিমত উৎসবের সৃষ্টি করে মরক্কো। তবে অফসাইডের খাড়ায় ম্লান হয়ে আফ্রিকার দেশটির গোল উদযাপন। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে দুই দল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউই। বল দখলের লড়াইয়ে বেলজিয়াম এগিয়ে থাকলেও সুযোগ তৈরি করে ব্যর্থ হচ্ছিল লুকাকুর দল। 

কেভিন ডি ব্রইনারা যখন আক্রমণের ধার বাড়াবে ঠিক তখনই ম্যাচের ৭৩ মিনিটে আবদেল হামিদ সাবিরীর ফ্রি কিকে পরাস্ত হন বেলজিয়াম গোলরক্ষক কর্তোয়া। আর তাতেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় হাকিমির দল। পুরো স্টেডিয়াম যেন আনন্দের সাগরে ভাসে।

মরক্কোর লিড নেওয়ার পর গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে গত বিশ্বকাপের সেমি ফাইনালিস্টরা। শেষ দিকে উল্টো ৯০ মিনিটে আরেকটি গোল হজম করে পরাজয় নিশ্চিত করে বেলজিয়াম। 

এই জয়ে ‘এফ’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম।

এমএএম