স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, ০৪:০৯ পিএম
এক বুক আশা নিয়ে কাতার বিশ্বকাপে পা রেখেছিল আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে শুরুটাও দারুণ করেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের শুরুতেই লিওনেল মেসির গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। কাগজে-কলমে এগিয়ে থেকেও সৌদি আরবের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়েন লিওনেল মেসির দল। তবে ম্যাচ হারলেও আর্জেন্টিনা দলের অন্যতম তারকা ফুটবলার ডি মারিয়া মনে করেন, আর্জেন্টিনা ৫-০ গোলে জিততে পারতো।
ম্যাচের প্রথমার্ধেই আলবিসেলেস্তেরা ৭টি অফসাইডের শিকার হয়, যেখানে তিনটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। প্রথমার্ধে যে একটি গোল হয় সেটিও পেনাল্টি থেকে পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের কারণ নিয়ে কথা বলেন ডি মারিয়া।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু আমরা সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়। তাদের বিপক্ষে আমরা সহজেই ৫-০তে জিততে পারতাম। তারা আমাদের রক্ষণে দুই-তিনবারের বেশি আসেনি।’
সৌদি আরবের বিপক্ষে হারায় মেক্সিকো ও পোল্যান্ড ম্যাচ এখন আর্জেন্টিনার জন্য ফাইনাল। ডি মারিয়া জানান, শেষ দুই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্সটাই দিবে তার দল।
তিনি আরো বলেন, ‘এখনো দুই ম্যাচ বাকি আছে, যেটি আমাদের জন্য ফাইনাল। আমরা নিজেদের সেরাটা দেখিয়েই এগিয়ে যাবো।’
আগামী ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। মেসিদের শেষ ম্যাচ রবার্ট লেভানডফস্কির দেশ পোল্যান্ড।
এসটি