স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ০৬:২৪ পিএম
আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে সৌদি আরব। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেসিদের বিপক্ষে ১-২ গোলের জয় পেয়েছে সালেহ আলশেহরি-সালেম আলদাওসারিরা। ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে সৌদিকে সমর্থন করেছেন কাতারের আমির।
সৌদি গেজেটের টুইট করা ভিডিওতে দেখা গেছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সৌদি আরবের পতাকা হাতে তুলে ধরছেন। তারপর তিনি সেটি গলায় জড়িয়ে ধরেন। তার সঙ্গে থাকা শিশুরাও সৌদির পতাকা উড়াচ্ছিল।
— Saudi Gazette (@Saudi_Gazette) November 22, 2022
এক বুক আশা নিয়ে কাতার বিশ্বকাপে পা রেখেছিল আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে শুরুটাও দারুণ করেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের শুরুতেই লিওনেল মেসির গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। তবে দ্বিতীয়ার্ধেই যেন নাটকীয়ভাবে ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব।
— Saudi Gazette (@Saudi_Gazette) November 22, 2022
শেষ পর্যন্ত দুই দলের কেউই আর গোল করতে না পারলে ইতিহাসের পাতায় চলে যায় ফিফা র্যাঙ্কিংয়ের ৫১ নম্বরে থাকা সৌদি।
নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র ষষ্ঠ বিশ্বকাপে খেলতে আসা সৌদি আরব আর্জেন্টিনার বিপক্ষে জিতে নিজেদের শক্তির জানান দিল।
একে