images

ফুটবল

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর ২০২২, ০৪:১০ পিএম

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। নিজের পঞ্চম বিশ্বকাপে খেলতে নেমে ম্যাচের দশম মিনিটেই  পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন লিওনেল মেসি। 

কাতারের লুসাইল স্টেডিয়ামে বিকেল ৪টায় গ্রুপ ‘সি’ এর প্রথম ম্যাচে মাঠে নামে এই দুই দল। ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে প্রথম একাদশ নিয়ে মাঠে নামে লিওনেল স্ক্যালোনির দল। অপরদিকে মেসি-ডি মারিয়াদের আক্রমণ ঠেকাতে প্রথম থেকেই রক্ষণাত্মক একাদশের ফরমেশন সাজিয়েছেন সৌদি কোচ হার্ব রেনার্ড।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেসির দল। ম্যাচের অষ্টম মিনিটে কর্ণার পায় দলটি। তবে কর্ণার শট নেওয়ার পরই খেলা থামিয়ে দেন রেফারি। সঙ্গে সঙ্গে ‘ভিআর’ চেকের মাধ্যমে দেখা যায় ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন পারেদেস। এতেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা।  

পেনাল্টি থেকে করা এই গোলেই নতুন এক রেকর্ডে পা রেখেছেন মেসি। দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার পর তৃতীয় ফুটবলার হিসেবে টানা চার বিশ্বকাপে গোল করার নতুন রেকর্ড গড়লেন ‘লা পুলগা’।

এফএইচ