images

ফুটবল

পর্দা উঠল কাতার বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২২, ০৮:৫৩ পিএম

অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। পর্দা উঠেছে ‘দ্য গ্রেটেষ্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের। এবারের বিশ্বকাপের মূল আয়োজক পারস্য উপসাগরের উপকূলীয় দেশ কাতার। স্বাগতিকদের ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হয়েছে এক মাস ব্যাপী এই বৈশ্বিক আসরের।  

কাতারের রাজধানী দোহার কেন্দ্র থেকে ৪০ কি.মি. দূরে আল খোরে অবস্থিত আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে কাতার ও ইকুয়েডর সমর্থকরা দল বেঁধে এসেছেন নিজ দেশকে সমর্থন দেওয়ার জন্য। 

উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে কাতার আসবেন সদ্য বাংলাদেশি দর্শকদের মনে হাওয়া জাগিয়ে যাওয়া ভারতের সুপারস্টার আইকন এবং ‘দিলবারখ্যাত’ নোরা ফাতেহি। তাছাড়াও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’-র গায়িকা কলম্বিয়ান পপতারকা শাকিরারও যোগ দেয়ার কথা উদ্ধোধনী অনুষ্ঠানে। 

এরসঙ্গে পারফর্ম করবেন, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড ‘বিটিএস’- এর জানকুক, ব্ল্যাক আয়েড পিস, রবি উইলিয়ামস প্রমুখ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব। 

এমএএম