স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ০৮:৫৫ এএম
বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানি, বৈদ্যুতিক যানবাহন নির্মাতা টেসলা, রকেট কোম্পানি স্পেসএক্স সহ অনেকগুলো সংস্থার মালিক তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সর্বদা সরব থাকেন। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের কথা যিনি প্রতিনিয়ত থাকেন আলোচনায়। ক্রীড়াঙ্গনে তার তেমন বিচরণ না থাকলেও এবার তিনি বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন বলে জানিয়েছেন।
মাস্কের এমন ইচ্ছা প্রকাশে ম্যান ইউ ভক্তরা খুশিই হবে বলা চলে। কেননা সম্প্রতি তাদের এবারের প্রিমিয়ার লিগের শুরুটা হয়েছে টানা দুই হার দিয়ে। ক্লাবের মালিকানা পরিবর্তন হলে হয়তো তাদের ভাগ্যের পরিবর্তন হবে।
কিন্তু টেসলার স্বত্বাধিকারী মাস্ক ম্যানচেস্টার ইউনাইটেডকে সুরক্ষিত করার জন্য একটি চুক্তি করার পরিকল্পনা করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। কেননা আজ (বুধবার) তিনি ম্যান ইউ কেনার বিষয়টি টুইট করে জানিয়েছেন কোন প্রকার বিস্তারিত বিবরণ না দিয়েই।
মাস্ক টুইট বার্তায় বলেন "আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি আপনাদের স্বাগত জানাচ্ছি"। মূলত দলটি আমেরিকান গ্লেজার পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরিবার বা মাস্ক তৎক্ষণাৎ মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
ব্রিটিশ সংবাদপত্র দ্য ডেইলি মিরর গত বছর রিপোর্ট করেছিল যে গ্লাজাররা ক্লাব বিক্রি করতে প্রস্তুত ছিল কিন্তু শুধুমাত্র যদি তাদের ৪ বিলিয়ন পাউন্ডের বেশি প্রস্তাব করা হয়।
মাস্ক বর্তমানে সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, যা তাকে আদালতে নিয়ে গেছে। কিছু ভক্ত মাস্ককে টুইটার কেনার পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার আহ্বান জানিয়েছেন। তবে কি তাহলে সেই পথেই হাঁটছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বের অন্যতম সেরা সমর্থিত ফুটবল ক্লাব। তারা রেকর্ড ২০ বার ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হয়েছে এবং তিনবার বিশ্ব খেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা ইউরোপিয়ান কাপ জিতেছে।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবটি ষষ্ঠ স্থান অর্জনের পর গ্লাজারদের উচ্চাকাঙ্ক্ষার অভাব অনুভূত হওয়ায় ভক্তদের মধ্যে অসন্তোষ তীব্র হয়েছে, যখন ক্রসটাউনের প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি টানা দ্বিতীয় শিরোপা জিতেছে।
মঙ্গলবারের স্টক মার্কেট বন্ধের হিসাবে ম্যান ইউর বাজার মূলধন ছিল ২.০৮ বিলিয়ন। এবারের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। দীর্ঘ দিন ধরে সফলতার দেখা না পাওয়া ক্লাবটির সমর্থকরা চটেছেন ম্যানেজম্যান্ট ও মালিকদের উপর।
মাস্ক প্রায়ই মজার ছলে বিভিন্ন রকমের টুইট করে থাকেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার বিষয়টি নিয়ে তিনি কৌতুক করছেন কিনা তা বলা কঠিন।
এমএএম