images

ফুটবল

নিজেদের ওপর ভরসা নেই ইউনাইটেড খেলোয়াড়দের

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট ২০২২, ০২:৩২ পিএম

এরিক টেন হাগের কাছে আকাশচুম্বী প্রত্যাশা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের। জাদুর ছোঁয়ায় মুছে দেবেন গত মৌসুমের দুঃস্বপ্ন এমনটাই বিশ্বাস করেছিল কোটি ভক্ত। তবে বাস্তবতা হলো এখনও নিজেদের হারিয়ে খুঁজছে একসময়ের দোর্দন্ড প্রতাপশালী ম্যানইউ। কাগজে কলমে দুর্বল দল ব্রেন্টফোর্ডও পাত্তা দেয়নি ব্রুনো ফার্নান্দেজদের। লজ্জাজনক এই হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন টেন হাগ।

ইউনাইটেড বস বলেন, 'ব্রেন্টফোর্ড বেশি ক্ষুধার্ত ছিল। আমরা ব্যক্তিগত ভুলের কারণে গোল হজম করেছি। আপনি কৌশলগত পরিকল্পনা নিয়ে নামবেন পরে তা ডাস্টবিনে ফেলে দেবেন, এটা হতে পারে না।'

টেন হাগের এই কথায় স্পষ্ট শিষ্যদের ওপর বেজায় ক্ষেপেছেন তিনি। আর ক্ষেপবেনই বা না কেন, গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের তলানীতে পড়ে আছে ইউনাইটেড। ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নদের এমন লজ্জার রেকর্ড, তাও আবার তার অধীনেই।

ম্যাচের মাত্র ৩৫ মিনিটের মধ্যেই ৪ বার ইউনাইটেডের জাল ছোঁয় ব্রেন্টফোর্ড। জশ দা সিলভা, ম্যাথিয়াস জেনসেন, বেন মি এবং ব্রায়ান মাবিউমো উল্লাসে মাতান স্বাগতিক ভক্তদের। টেন হাগ বলেন, 'এটা আমার জন্য কঠিন। এটা সবসময়ই আশ্চর্যজনক যখন আপনি এভাবে শুরু করবেন। ৩৫ মিনিটের মধ্যে আমরা ৪ গোল হজম করেছি!'

খেলোয়াড়দের দায়িত্ব নিতে হবে উল্লেখ করে ডাচ কোচ বলেন, 'দলটাকে দায়িত্ব নিতে হবে। আমার ফ্যানদের জন্য খারাপ লাগছে যারা আমাদের সমর্থন করার করার জন্য সবকিছুই করেছে। আমরা তাদের হতাশ করেছি।'

কাগজে কলমে শীর্ষ ইউরোপিয়ান ক্লাবগুলোর মতোই শক্তিশালী স্কোয়াড রয়েছে রেড ডেভিলদের। ফার্নান্দেজ, সাঞ্চো, রাশফোর্ডরা বড় তারকা বলেই পরিচিত। তবে লম্বা সময় ধরে জ্বলে উঠতে পারছেন না কেউই। আর তাতেই বারবার মুখ থুবড়ে পড়ছে ইউনাইটেড।

টেন হাগ বলেন, 'তারা ভালো খেলোয়াড়। ব্যক্তি ও দল হিসেবে আরও দায়িত্বশীল হতে হবে যেটা আমরা পারিনি। আমি তাদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে বলেছিলাম। সেটা তারা করেনি।'
    
এআইএ