images

ফুটবল

১০০ বছর পর আবার বিশ্বকাপ ফিরবে উরুগুয়েতে!

স্পোর্টস ডেস্ক

০৩ আগস্ট ২০২২, ০৫:০১ পিএম

বিশ্বকাপ প্রথম আলোর মুখ দেখেছিল তাদের দেশেই। তবে এরপর আর ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ আয়োজনের ভাগিদার হতে পারেনি লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের উরুগুয়ে। তবে ২০৩০ বিশ্বকাপেই হতে পারে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আয়োজক হতে আর্জেন্টিনা ও চিলির সঙ্গে যৌথভাবে বিড করেছে উরুগুয়ে।

এ বিষয়ে দক্ষিণ আমেরিকা ফুটবল অ্যাসোসিয়েসনের সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেজ বলেন, 'এটা (বিশ্বকাপ আয়োজন) এই মহাদেশের স্বপ্ন। আরো বিশ্বকাপ আসবে তবে কাপ একবারে কেবল ১০০টি জায়গায়ই ঘুরতে পারে, এটার (বিশ্বকাপ) ঘরে ফেরার সময় এসেছে।'

বিড নিয়ে উরুগুয়ান ফুটবল অ্যাসোসিয়েসনের সভাপতি ইগনাসিও অ্যালোনসো বলেন, '১০০ বছর আগে যেখানে সব শুরু হয়েছিল সেখানে বিশ্বকাপ আয়োজন করতেই এই তোড়জোড়।'

এদিকে উরুগুয়ের মতো কপাল পোড়া নয় আর্জেন্টিনা ও ইতালির। যথাক্রমে ১৯৭৮ ও ১৯৬২ সালে বিশ্বকাপ আয়োজন করে তারা। 

দোমিঙ্গেজ মনে করছেন লাতিন আমেরিকায় বিশ্বকাপ আয়োজনে মত দিতে পারে ফিফা। তার মতে প্রয়োজনেরও অধিক কারণ রয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার রাজি হবার। ২০২৬ বিশ্বকাপও অনুষ্ঠিত হবে আমেরিকার মাটিতে, যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

তবে উরুগুয়ের পথের কাঁটা হতে পারে স্পেন ও পর্তুগাল। গত মাসে ২০৩০ সালের আয়োজক হতে ফিফার টেবিলে যৌথ বিড রেখেছে তারাও।
  
এআইএ