স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২২, ০৪:৩৬ পিএম
ফুটবল মাঠের রাজা তিনি। তবে মাঠের খেলার মতো বুদ্ধিতেও যে ক্রিশ্চিয়ানো রোনালদো রাজা সেটার প্রমাণ পাওয়া গেল এবার। বোনাস যাতে না আটকে যায় সেই জন্য বোনাস পেয়েই ক্লাব ছাড়ার আগ্রহের কথা জানিয়েছিলেন সিআর সেভেন!
২ জুলাই ক্লাবের কাছে আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার আগ্রহ প্রকাশ করেন রোনালদো। হঠাৎই তার এমন সিদ্ধান্ত বিস্মিত করেছিল সবাইকে। মৌসুম শেষের প্রায় এক মাসেরও বেশি সময় পর এই সিদ্ধান্ত জানানোতে জন্ম নিয়েছিল প্রশ্ন।
তবে এবার হাটে হাড়ি ভেঙেছে ব্রিটিশ দৈনিক সান। তাদের মতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত ইউনাইটেডকে জানানোর আগের দিনই মোটা অঙ্কের বোনাস পেয়েছিলেন রোনালদো। আর সেকারণেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেললেও চুক্তি অনুযায়ী বোনাস পাবার পরই সিদ্ধান্ত প্রকাশ করেছেন পর্তুগিজ সুপারস্টার। বোনাস সংক্রান্ত জটিলতা এড়াতেই রোনালদো এমনটা করেছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
নিজের বেতন প্রায় অর্ধেক কমিয়ে গত বছর ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস তারকা। তাকে দলে টানতে চুক্তিতে মোটা অঙ্কের বোনাসের টোপ ঝুলিয়েছিল ইউনাইটেড।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পরায় বিপাকে পড়েছেন রোনালদোসহ সকল ম্যানইউ খেলোয়াড়। তাদের বেতন কমে গেছে ২৫ শতাংশ। এটিকেও পর্তুগিজ তারকার ক্লাব ছাড়তে চাওয়ার পেছনের অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে।
তবে কোন দলে শেষ পর্যন্ত গিয়ে ভিড়বেন রোনালদোর সেটা বলা যাচ্ছে না এখনো। চেলসি, পিএসজি থেকে স্পোর্টিং লিসবন সহ অনেক ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহী হলেও শেষ পর্যন্ত কারা সফল হবে তা সময়ই বলবে।
এআইএ