images

ফুটবল

সিরি’আর ইতিহাসে প্রথম নারী রেফারি

স্পোর্টস ডেস্ক

০৩ জুলাই ২০২২, ১০:১৩ এএম

ফুটবল মাঠে নারীদের রেফারির দায়িত্ব পালন করা নতুন কিছু নয়। তবে ইতালিয়ান ফুটবলের আসন্ন মৌসুমে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। ২০২২-২৩ মৌসুমে ইতিহাসের সাক্ষী হতে চলেছে ইতালির ক্লাব ফুটবল। নয়া মৌসুমের জন্য প্রথম নারী রেফারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতিকে। 

গত বছর সেরি আর একটি ক্লাব কাইয়ারির ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন কাপুতি। ইতালিয়ান কাপে চিত্তাদেল্লার বিপক্ষে কাইয়ারির ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

৩১ বছর বয়সী এই রেফারি এবার ইতালির সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার রেফারিং পুলে জায়গা পেলেন। তাতেই তার কাজের পরিসরটা আরেকটু বিস্তৃত হলো।

২০০৭ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি যোগ দিয়েছিলেন ইতালিয়ান রেফারি অ্যাসোসিয়েশনে। এরপরের ৮ বছর তিনি ম্যাচ পরিচালনা করেছেন প্রাদেশিক ও আঞ্চলিক সব লিগে। এরপর ২০১৫ সালে তিনি দেশটির চতুর্থ সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা সিরি’ডি এর ম্যাচ পরিচালনার সুযোগ পান।

মারিয়া নিয়োগের পর বলেন, “এটি দারুণ একটি মুহূর্ত আমার জন্য। একই সঙ্গে এটা ভাবতে খারাপও লাগে যে একজন নারীর উপস্থিতিতে কেউ কেউ আবার অবাকও হবে।”

এমএএম