images

ফুটবল

ইসরাইলের বিপক্ষে খেলবে না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

২১ মে ২০২২, ০২:৪২ পিএম

চলতি বছরের শেষদিকে মাঠে গড়াবে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। প্রতিবারের মতো এবারও মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। লিওনেল মেসির আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। তাই প্রস্তুতিতেও কোন কমতি রাখতে চায় না আলবিসেলেস্তেরা।   

এরই ধারাবাহিকতায় আগামী জুনে ইসরায়েলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল মেসিদের। তবে হঠাৎই আর্জেন্টাইন সংবাদ মাধ্যম দাবি করছে আদতে নাকি আর মাঠে গড়াবে না ম্যাচটি। 

স্থানীয় সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে গত মাসে জানায়, ১ জুন ইতালি ও ৬ তারিখ ইসরায়েলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তারা আরও দাবি করেছিল ইউরোপের কোনো ভেন্যুতে ওই ম্যাচ আয়োজনের সম্ভাবনাই বেশি।

তবে এবার টিওয়াইসি স্পোর্টস দাবি করছে ভিন্ন কথা। ইতালির পর এবার ইসরাইলের বিপক্ষে ম্যাচটিও হয়ে গেছে বাতিল। তারা জানায়, ‘ইসরায়েল-আর্জেন্টিনার ম্যাচটা বাতিল হতে চলেছে। ম্যাচটা মাঠে গড়ানো নিয়ে চূড়ান্ত কোনো কথা হয়নি।’

২০১৮ বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার খেলার কথা ছিল ইসরায়েলের বিপক্ষে। সেবারও ম্যাচটি বাতিল হয়েছিল শেষ মুহূর্তে। 

এআইএ