স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৩, ০৪:৪৯ পিএম
চলতি বছরের শেষে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসতে যাচ্ছে ভারতের মাটিতে। ১০ দল নিয়ে হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি জায়গা করে নিয়েছে টুর্নামেন্টে। আসন্ন বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে বিশ্বকাপের আগে ওয়ানডে সুপার লিগে তিন নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ। তবে বর্তমানে এসব নিয়ে না ভেবে আসন্ন সিরিজ নিয়েই ভাবছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
গতকাল (২ জুন) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিষয়ে কথা বলেন তামিম। এই সময় ওয়ানডে সুপার লিগ নিয়ে আক্ষেপের সুরে তিনি বলেন, ‘সন্তুষ্ট বলব না, আমরা শীর্ষ তিনের মধ্যে একটা দল। কিন্তু আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দুই বা শীর্ষে থাকতে পারতাম। কিন্তু খুব ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই করেছি। সামনে সিরিজ আছে, এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে কথা চলছে। এই সিরিজগুলো বিশ্বকাপ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে যেসব জায়গায় দুর্বলতা আছে, সেসব জায়গায় যতটুকু ভালো করা যায়।’
গতকাল সেই অনুষ্ঠানে নিজেদের চিন্তা-ভাবনার কথা স্পষ্ট করে তামিম বলছিলেন, ‘আশাকরি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’
আফগানিস্তান ক্রিকেট দল আগামী ১০ জুন ঢাকায় পা রাখবে তারা। এরপর মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। টেস্ট শেষে ভারত সফরে যাবে রশিদ খানরা। ঈদের পর আগামী জুলাইয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দ্বিতীয় দফায় আসবে আফগানিস্তান।
এমএএম