images

ক্রিকেট

টানা দুই জয়ের পর দুঃসংবাদ পেল মুস্তাফিজের দিল্লি 

স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল ২০২৩, ০৬:১৬ পিএম

আইপিএলের এবারের আসরে শুরুর দিকে হারের বৃত্তে আটকে ছিল দিল্লি ক্যাপিটালস। প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল মুস্তাফিজুর রহমানের দলের। তবে পর পর টানা দুই ম্যাচ জিতে ছন্দে ফিরেছে ডেভিড ওয়ার্নারের দল। কিন্তু গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর দুঃসংবাদ দিল্লি শিবিরে।  

ম্যাচে জয় পেলেও শাস্তির খাড়া নেমে এসেছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উপর। সোমবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে স্লো-ওভার-রেটের জন্য ওয়ার্নারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাতে লো-স্কোরিং ম্যাচে সানরাইজার্সকে সাত রানে হারিয়েছে দিল্লি। মঙ্গলবার আইপিএল তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএলের ন্যূনতম ওভার-রেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে পড়ে। আর এটি ওয়ার্নারের দলের এ আসরে প্রথম অপরাধ ছিল। তাই মিস্টার ওয়ার্নারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

গতকাল টস জিতে প্রথমে ডেভিড ওয়ার্নার ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে দিল্লি ক্যাপিটালসকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও ভুবনেশ্বর কুমারের বোলিং তোপ মাত্র ১৪৪ রানে আটকে দেয়।

তবে ক্যাপিটালস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। ফলে ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি। কিন্তু এ জয়ের পর ওয়ার্নার পড়েছেন শাস্তির মুখে। 

এমএএম