images

ক্রিকেট

আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০২৩, ০৪:৪৩ পিএম

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ২৬ এপ্রিল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ইতিমধ্যে বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩০ এপ্রিল থেকে চট্টগ্রামে দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৩০ এপ্রিল। সেখানেই হবে সিরিজের প্রথম দুইটি ওয়ানডে ম্যাচ। ৬ এবং ৮ মে হবে খেলা দুইটি।

আরও পড়ুন- ম্যারাডোনার মৃত্যুরহস্য, বিচারের মুখোমুখি ৮ চিকিৎসাকর্মী

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে ম্যাচগুলো হবে রাজশাহীতে। দুই দলের এই খেলাগুলো হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মে। আর ১৭ মে রাজশাহীতে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নামবে এই দুই দল।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে শেষ বার বাংলাদেশ সফরে এসেছিলেন বাবর আজমরা। অন্যদিকে সাকিব-তামিমরা শেষ বার পাকিস্তান সফরে গিয়েছিলেন ২০২০ সালে।

এফএইচ