images

ক্রিকেট

মুশফিক নৈপুণ্যে বাংলাদেশের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক

০৭ এপ্রিল ২০২৩, ০১:২৯ পিএম

লাল-সবুজ জার্সিতে বাংলাদেশ যতটা উজ্জ্বল, সাদা পোশাকে ঠিক ততটাই বিবর্ণ। অতীত সমীকরণ দেখলে সবশেষ ছয় টেস্টের সবকটিতেই হেরেছে সাকিব-মুশফিকরা। তবে সেই হারের বৃত্ত থেকে বেরিয়ে এসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এছাড়া এই জয়ের ফলে ১৫ মাস পর জয়ের দেখা পেলো সাকিব-তামিমরা। 

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট বাংলাদেশ। দ্বিতীয় দিন বিকেলের সেশনে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটাররা। ৪ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করে দিন শেষ করে আয়ারল্যান্ড। তবে লরকান টাকারের সেঞ্চুরিতে ফলোঅন এড়ায় আইরিশরা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হলে ১৩৮ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।  

সে লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে দলীয় ৩২ রানে লিটনকে হারায় বাংলাদেশ। ১৯ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার। লিটনের বিদায়ের পর উইকেটে এসে দ্রুতই আউট হন নাজমুল হাসান শান্ত। দলীয় ৪৩ রানের ভিতর দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে বাংলাদেশ।  

এরপর তৃতীয় উইকেটে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার তামিম। এ জুটিতে ৬২ রান সংগ্রহ করেন টাইগাররা।

তবে দলীয় ১০৫ রানে আউট হন তামিম। ৬৫ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেন এই ওপেনার। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন মুমিনুল হক। মুমিনুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। ৪৭ বলে নিজের অর্ধশতক পূরণ করেন মুশফিক। অপরাজিত থাকেন ৫১ রানে। ফলে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটের জয় পেলো সাকিব-তামিমরা। আর এতে ১৫ মাস পর টেস্টের জয়ের শুভাস পেলো টাইগাররা। 

এদিন মুশফিকের ৪৮ বলের ইনিংসে মারেন সাতটি চার। আর ফিফটি ছোঁয়ার পথে তিন সংস্করণে ১৪ হাজার রানে নাম লেখান মুশফিক। এছাড়া ২২ বলে ২০ রানে অপরাজিত থাকেন মুমিনুল। মারেন একটি করে চার-ছয়। আয়ারল্যান্ডের হয়ে বল হাতে মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিনে ও বেন হোয়াইট নেন একটি করে উইকেট।

এনএম/এফএইচ/এসটি