images

ক্রিকেট

টেস্টে ৫০০-৬০০ উইকেট নিতে চান তাইজুল 

স্পোর্টস ডেস্ক

০৪ এপ্রিল ২০২৩, ০৯:৫৮ পিএম

অতীত সমীকরণ দেখলে সবশেষ পাঁচ টেস্টের সবকটিতেই হেরেছে সাকিব-মুশফিকরা। সব কিছুকে পেছনে ফেলে আবারও লাল বলের ক্রিকেটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ। মিরপুরে এক মাত্র টেস্টে আগে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এদিকে আইরিশদের আটকে দিতে একাই পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল। যা তার টেস্ট ক্যারিয়ারের ১১তম বার। তবে তাতে তৃপ্ত নন এই বাঁহাতি স্পিনার, ক্যারিয়ার শেষে অন্তত ৫০০-৬০০ উইকেট শিকার করতে চান তিনি। 

টাইগারদের ক্রিকেটে বেশিসংখ্যক বার ৫ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান । ১৯ বার এই কীর্তি গড়েন তিনি। আর ১১ বার পাঁচ উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে আছেন তাইজুল। এর পরে তৃতীয় অবস্থানে আছেন মেহেদী মিরাজ, ৯ বার পাঁচ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।

আইরিশদের বিপক্ষে টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনেও আসেন তাইজুল। এই সময় তিনি বলেন, ‘মন তো চায় ৫০০-৬০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করি। এখনো তো অতো বয়স হয়নি, মাত্র ৩২। বয়স হয়েছে তবে অতো বুড়ো হয়নি।’

এই দিন দলকে নেতৃত্ব দিলেও প্রথম দুই সেশনে বল হাতে দেখা মেলেনি সাকিব আল হাসানের। ৬৬তম ওভারে গিয়ে প্রথমবার বল হাতে নেন সাকিব। তবে খুব বেশি ওভার বল করেননি, মাত্র ৩ ওভারেই থেমেছে তার দৌড়। তাইজুলের কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো আমাদের দিয়েই বেশি ওভার বল করাতে চেয়েছেন, আর সমস্যা হলে তিনি আসতেন।’

অন্যদিকে আজকে আইরিশদের বিপক্ষে তামিম ইকবালকে দেখা যায় দল দল নিয়ন্ত্রণ করতে, ফিল্ডিং সাজাতে। এ নিয়ে তাইজুল বলেন, ‘তামিম ভাইয়ের মনে হয়েছে এভাবে আক্রমণ করলে রান কম দেয়া যাবে, তাই তার ফিল্ডিং পরিবর্তন করা। সাকিব ভাইও বিষয়টা পজিটিভভাবেই নিয়েছেন।’