স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ০৮:৩৭ পিএম
দীর্ঘ ১৫ বছর পর বংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে আয়ারল্যান্ড। যেখানে ওয়ানডের পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৭৭ রানে হারিয়ে সিরিজ নিজদের করে নিয়েছে সাকিব আল হাসানের দল। এদিকে আজ সিরিজ জয়ের দিন একাধিক রেকর্ড গড়েছেন টাইগাররা।
বাংলাদেশের রেকর্ড গড়া ওপেনিং জুটি
আজ সাগরিকায় টসে হের বাংলাদেশের হয়ে ওপেনিং করে লিটন কুমার দাস ও রনি তালুকদার। এ দুইজন মিলে গড়েন টাইগারদের ইতিহাস গড়া জুটি। আজ এ জুটিতে আসে ১২৪ রান। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ জুটি গড়া রেকর্ড ছিলো ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। সে বার মোহাম্মদ নাইম শেখ ও সৌম্য সরকার ওপেনিংয়ে করেন ১০২ রান। আজ এসব পেছে ফেলে নতুন নাম লেখান লিটন-রনি জুটি। ওপেনিংয়ে এখন এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
দ্রুততম দলীয় অর্ধশতক
আজ ২১ বলেই দল দেখা পায় দলীয় অর্ধশতক। এটিই টাইগারদের দ্রুততম পঞ্চাশ। এর আগে ২০১৬ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ বলে ৫০ করেছিল বাংলাদেশ।
টাইগারদের ইতিহাসে দ্রুততম অর্ধশতক
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ডের মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে আজ টাইগারদের প্রথম সুপারস্টারের এই রেকর্ড ভেঙে দিয়েছেন বর্তমান সময়ের ওপেনার লিটন কুমার দাস। আজ সাগরিকায় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে অর্ধশতক তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। আর তাতেই বনে গেছেন বাংলাদেশের সবচেয়ে দ্রুততম অর্ধশতক হাঁকানোর মালিক।
লিটনের সেরা ইনিংস
লিটনের টি-টোয়েন্টিতে এতদিন সেরা ইনিংসটি ছিল ৭৩ রানের। ঘরে মাটিতে ইংলিশদের হোয়াইটওয়াশের সিরিজে। তবে আজ সেটিকে ছাড়িয়ে গেছেন। তবে ৮৩ রানের বেশি করতে পারেননি এই উইকেটরকক্ষক-ব্যাটার।
উইকেট শিকারে বিশ্ব সেরা সাকিব
বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের উইকেট ১৩৬টি। আইরিশদের বিপক্ষে সাগরিকায় আজ ৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে এই রেকর্ড গড়েছেন সাকিব। এ রেকর্ড গড়ার আগে টাইগার অধিনায়ক পেছনে ফেলেছেন কিউই পেসার টিম সাউদিকে। যার উইকেট সংখ্যা ১৩৪ টি।
বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির ইনিংস
আজ প্রতি ওভারে ১১.৮৮ হারে রান তুলেছে বাংলাদেশ। আগের সর্বোচ্চ ছিল ১১.৭৫, ২০১৬ সালে ধর্মশালায় আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ৯৪ রান তুলেছিল তারা।