এম ফাহিম, স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৩, ০৮:৪০ পিএম
মাসখানেক আগেও নাজমুল হোসেন শান্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ট্রল হওয়া এক চরিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বাঁহাতি ব্যাটারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সব কিছুকে পেছনে ফেলে এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স থেকে শুরু করে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজেকে নায়কে পরিণত করলেন। শুধু নায়কই নয়, বাংলাদেশের ক্রিকেটে নয়া ইতিহাস গড়ার পেছনের কারিগরও বনে গেলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে কখনোই সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘুচবে বলে সমর্থকরা আশায় বুক বাধে। ওয়ানডে ফরম্যাট উড়ন্ত টাইগাররা তা করতে পারেনি। ২-১ ব্যবধানে সিরিজ হেরে টানা সাত সিরিজ ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড খোয়াতে হয় তামিম ইকবালদের।
তবে টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানের নেতৃত্বে যেন নতুন সূর্যোদয় দেখল বাংলাদেশের ক্রিকেট। এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
সেই সঙ্গে ইতিহাসের পাতায় এই প্রথমবার ইংল্যান্ডকে কোনো সিরিজে হারালো বাংলাদেশ। এ নয়া সূর্যোদয়ের কারিগর প্রথম দুই ম্যাচে স্বাগতিকদের ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত।

প্রথম ম্যাচে ৫১ রান সঙ্গে ম্যাচ সেরার পুরস্কার, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪৬ রান সব মিলিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন শান্ত।
বিপিএলে মাশরাফির অধীনে সিলেট সিক্সার্সের হয়ে করেছেন আসরের সর্বোচ্চ রান। হয়েছেন টুর্নামেন্ট সেরা। সেই ফর্মটাই যেন জাতীয় দলে টেনে আনলেন এ বাঁহাতি ব্যাটার।
অথচ কয়েক মাস আগের দৃশ্যপট বলে শান্ত কিভাবে জাতীয় দলে সুযোগ পায়। স্ট্রাইক রেট থেকে ধরে অধারাবাহিক পারফরম্যান্স সব কিছু নিয়ে উঠেছিল তুমুল প্রশ্ন।
ভক্তদের থেকে ধরে ক্রিকেট বিশ্লেষক সবার মুখে ট্রলের শিকার হয়ে লর্ড শান্ত হিসেবে পরিচিত লাভ করেছিলেন। কিন্তু আজ ব্রিটিশদের শাসনের সামনের কারিগর বনে গিয়ে সবার মুখে যেন তালা লাগালেন এই নাজমুল শান্ত।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হয়েছে। শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি।
তৃতীয় টি-টোয়েন্টিতেও কি বাংলার ক্রিকেটের নায়ক শান্ত জ্বলে উঠে নতুন আরেকটি ইতিহাস গড়তে সামনে থেকে নেতৃত্ব দিবেন? সেটি হোক বা না হোক ট্রল হওয়া শান্ত মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। যা লিখা থাকবে চিরকাল।
এমএএম