স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৭ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য রেকর্ডের মালিক হলেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেট ইতিহাসে নয়া এক নজির গড়লেন এই অলরাউন্ডার। ছেলেদের ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে কেউই এই রেকর্ড আগে গড়তে পারেননি। প্রথম ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন হারমানপ্রীত।
প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ১৫০টি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। চলতি টি-২০ বিশ্বকাপেই এই নজির গড়েছেন কৌর। বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচে মাঠে নেমেই এই রেকর্ড এই নজির গড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকায় গ্রুপ-বি'র নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়ারল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৫ রানে জয় পায় সেফালি বার্মা। এ জয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রথম দল হিসেবে শেষ চারে গিয়েছে ইংল্যান্ড।
এই কীর্তি গড়ার দিনে আরেকটি মাইলফলক স্পর্শ করেছে হারমানপ্রীত। ভারতের প্রথম নারী ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার পূরণ করেছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ (১৪৮) খেলেছেন ভারত জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার সুজি বেটস। তিনি খেলেছেন ১৪৩ ম্যাচ।
এমএএম