images

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ডাক পেলেন তৌহিদ হৃদয়

স্পোর্টস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪২ পিএম

১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। এ সফরে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। এই সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

ইংলিশদের বিপক্ষে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরছেন তামিম ইকবাল। তাছাড়াও বিপিএলে দারুণ খেলে স্কোয়াডে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। আর বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি ও নাসুম আহমেদ। 

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

এফএইচ