স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪০ পিএম
দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে আবারও বড় জয় ভারতের। ‘বর্ডার-গাভাস্কার’ ট্রফির প্রথম টেস্টে অজিদের থেকে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার দল। ‘ক্যাঙ্গারুরা’ নাগপুর টেস্টে ভারতের কাছে হেরেছে এক ইনিংস ও ১৩২ রানে। আর সেই জয়ের অন্যতম নায়ক রবীন্দ্র জাদেজা। তাই ম্যাচ সেরার পুরস্কারও জিতেন তিনি। তবে এই ম্যাচ জেতানো পারফরম্যান্সের পরও তিনি পেলেন বড় এক দুঃসংবাদ।
চোট থেকে ফিরে ‘বর্ডার-গাভাস্কার’ ট্রফির প্রথম ম্যাচেই অনবদ্য প্রত্যাবর্তন এই ভারতীয় অলরাউন্ডারের। অজিদের বিরুদ্ধে দুই ইনিংসে তিনি বল হাতে একাই নিয়েছেন ৭টি উইকেট ও ব্যাট হাতে করেছেন ৭০ রান। কিন্তু এরপরই পেয়েছেন এক দুঃসংবাদ। শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ টাকা জরিমানা গুনতে হবে।
আরও পড়ুন- কেমন আছেন ঋষভ পান্থ?

নাগপুর টেস্টের প্রথম ইনিংসে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল জাদেজার বিরুদ্ধে। গতকাল খেলা চলাকালীন সময়ের একটি পর্যায়ে তাকে দেখা যায় হাতে বল নিয়ে আঙুলে কিছু একটা মাখাতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এর ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছিল, আঙুল ফুলে থাকায় ব্যাথা থেকে উপশমের জন্য একটি মলম ব্যবহার করেন জাদেজা। যদিও এর জন্য মাঠের আম্পায়ারের অনুমতি নেননি এই বাঁহাতি স্পিনার। কিন্তু সেই মলম ব্যবহার করা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে হইচই ফেলে দেয় অস্ট্রেলিয়া ও ব্রিটিশ মিডিয়া।
সবশেষ জাদেজা নিজের ভুল স্বীকার করে নেন ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রোফটের এই শাস্তি মেনে নেন। ম্যাচ রেফারিও তার ব্যাখ্যায় সন্তুষ্ট। তবে সেই সময় আম্পায়ারের পরামর্শ না নেওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হল। এর সঙ্গে যে বল টেম্পারিংয়ের কোনো সম্পর্ক নেই, সে বিষয়েও নিশ্চিত হয়েছেন ম্যাচ রেফারি।
আরও পড়ুন- বিশ্বকাপের ফাইনালে বুনো উল্লাসের কারণ জানালেন মার্টিনেজ
আইসিসির তরফ থেকে ম্যাচ শেষের পরই মেইলে এই শাস্তির কথা জানানো হয়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এক বিবৃতিতে জানায়, ‘আইসিসি কোড অব কনডাক্টের ২.২০ ধারায় উল্লেখ আছে যে, কোনো খেলোয়াড় খেলা চলাকালীন সময়ে অখেলোয়াড়সুলভ কোনো আচরণ করলে তার ম্যাচ ফির মোট ২৫ শতাংশ জরিমানা গুনতে হবে।’
এরজন্যই জাদেজাকে তার মোট ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হবে। পাশাপাশি অশৃঙ্খলাজনিত কারণে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ হল তার। টেস্টে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি প্রায় ১৫ লক্ষ টাকা। এর মধ্যে ২৫ শতাংশ কাটা যাবে জাদেজার। অর্থাৎ, মোট ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা গুনতে হবে এই অলরাউন্ডারকে।
এসসিএন/এফএইচ