images

ক্রিকেট

কেমন আছেন ঋষভ পান্থ?

স্পোর্টস ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৭ পিএম

গত ৩০ ডিসেম্বর (শুক্রবার) উত্তরাখন্ডের রুরকিতে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থ। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। দুর্ঘটনার পরপরই দেহরাদুনের একটি হাসপাতালে ভর্তি করা হয় পান্থকে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে।

পান্থের দুর্ঘটনার পর কেটে গেছে প্রায় দেড় মাস। ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার দুর্ঘটনার প্রায় দেড় মাস পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুইটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা যায় তাকে।

আরও পড়ুন- বিশ্বকাপের ফাইনালে বুনো উল্লাসের কারণ জানালেন মার্টিনেজ

ঋষভের পোস্ট করা সেই ছবি দুইটিতে দেখা যায়, সাদা টি-শার্ট ও কালো শর্টস পরে দুই হাতে ক্রাচ নিয়ে হাঁটছেন তিনি। তার ডান পায়ে বাঁধা রয়েছে ব্যান্ডেজ। তাছাড়াও পান্থের ডান হাতের কনুইয়ে আছে আরও একটি ব্যান্ডেজ।

পান্থের দূর্ঘটনার পর যতটা ধারণা করা হয়েছিল, তার থেকেও বেশি গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। দেহরাদুন থেকে মুম্বাইতে আনার পর ধারণা করা হচ্ছিল, এক বছরের মতো সময় লাগতে পারে তার সুস্থ হতে। তবে চিকিৎসকরা এরপর জানান, পান্থের পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসতে দেড় বছরের মতো সময় লাগতে পারে।

আরও পড়ুন- ভারতের কাছে তিন দিনেই হার অস্ট্রেলিয়ার

সেই অনুযায়ী, চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ তো দূরে থাক, আগামী বছরের জুনে টি-২০ বিশ্বকাপেও খেলা নিয়ে শঙ্কা আছে ঋষভের। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘বিশ্বকাপ শুরুর আগে পান্থের সুস্থ হয়ে ওঠা দুষ্কর। ওর মাঠে ফেরার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পান্থের মেডিক্যাল রিপোর্ট খুব একটা সুবিধার নয়। এখন যে পরিস্থিতি, তাতে অন্তত ৮-৯ মাস মাঠের বাইরে কাটাতে হবে। কিংবা এর বেশিও লাগতে পারে। তবে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে পাওয়া যাবে না তাকে।’

এর আগে গত ৩০ ডিসেম্বর রুরকিতে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি-দেহরাদুন হাইওয়েতে তার মার্সিডিজ গাড়িটি ডিভাইডারে সঙ্গে ধাক্কা খায়। এরপর তাতে আগুন লেগে যায়। এই ঘটনায় প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ঋষভ পান্থ। এই জন্যই দুর্ঘটনাটি ঘটে।

এফএইচ