images

ক্রিকেট

ভারতের কাছে তিন দিনেই হার অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫১ পিএম

দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে আবারও নিজেদের সক্ষমতার জানান দিল ভারত। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে মাত্র তিন দিনেই অস্ট্রেলিয়াকে লজ্জার হারের ফাঁদে ফেলেছে রোহিত শর্মার দল। স্পিনারদের ঘুর্নিতে নাস্তানাবুদ অজিরা নাগপুর টেস্টে হেরেছে এক ইনিংস ও ১৩২ রানে।

এর আগে দ্বিতীয় ইনিংসের শুরুতেই অস্ট্রেলিয়ার দেয়ালে প্রথম পেরেকটি ঠুকেন অশ্বিন। ওপেনার উসমান খাজাকে মাত্র ৫ রানের মাথায় সাজঘরে ফেরান তিনি। এরপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেটও নিজের করে নেন এই স্পিনার। এই দুই ব্যাটার ফেরার পর বেশ দেখেশুনেই খেলছিলেন মার্নাশ লাবুশেন। তবে জাদেজার একটি বল বুঝতে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

এরপর রেনশঁ ও পিটার হ্যান্ডসকম্বকেও ফেরান অশ্বিন। মাত্র ৫২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। পরবর্তীতে অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। নিজের ১০ নম্বর ওভারে ৫ নম্বর উইকেট তুলে নিয়ে ক্যারিকে সাজঘরে পাঠান অশ্বিন।

তবে উইকেটের একপ্রান্ত আগলে রেখে ব্যাট করছিলেন স্টিভেন স্মিথ। তবে যোগ্য সঙ্গীর অভাবে তিনিও ধকল কাটিয়ে উঠতে পারেন নি। শেষ পর্যন্ত মাত্র ৯১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে অশ্বিন ৫টি, জাদেজা ২টি, মোহাম্মদ শামি ২টি ও অক্ষর প্যাটেল নেন ১টি উইকেট।

এর আগে তৃতীয় দিনের শুরুতেই জাদেজার উইকেট হারায় ভারত। এই বাঁহাতিকে ফেরানোর পর অজিদের সামনে সুযোগ ছিল ভারতীয় ইনিংসকে দ্রুত শেষ করার। তবে পেসার শামির কল্যাণে তা হয়নি। অক্ষর প্যাটেলকে সঙ্গী করে ৫২ রানের জুটি গড়েন শামি। সবশেষ আক্রমণাত্মক ব্যাটিং করে ৪৭ বলে ৩৭ রান করে মারফির বলে আউট হন শামি।

বিপরীতে বেশ দেখেশুনেই ব্যাট করছিলেন অক্ষর। শতরানের সুযোগও তৈরি হয় এই অলরাউন্ডারের সামনে। তবে ব্যক্তিগত ৮৪ রানের মাথায় কামিন্সের বলে বোল্ড হন তিনি। শতরান হাতছাড়া হলেও দলের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। পুরো টেস্টজুড়ে ৭ উইকেট ও ৭০ রান করে ম্যাচ সেরার পুরস্কার হাতে পেয়েছেন রবীন্দ্র জাদেজা।

এফএইচ