images

ক্রিকেট

ঢাকার বোলিং তোপে ১১৮ রানে থামল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২০ পিএম

দুই দিন বিরতির পর বিপিএলের শেষ দিকের লড়াই শুরু হচ্ছে আজ। মিরপুরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলের জন্য ম্যাচটি কেবল নিয়মরক্ষার। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম। আগে ব্যাট করতে নেমে ঢাকার বোলিং তোপে পড়ে চট্টগ্রাম। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করেছে চ্যালেঞ্জার্স।

প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনা করতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাওয়ার প্লেতে ২১ রান তুলতেই টপঅর্ডারে ৪ উইকেট হারিয়ে বসে শুভাগত হোমের দল। রপর উসমান খান ও কার্টিস ক্যাম্পার মিলে বিপর্জয় সামাল দেওয়ার চেষ্টা করেন। দু'জন মিলে স্কোরবোর্ডে যো করেন ৪১ রান। 

তবে দলের ৮০ রান তুলতেই আরও ৩ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। কার্টিস ক্যাম্পার ১১, উসমান খান ০ ও দরবেশ রসুলী ৫ রান করে সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম।

এদিন ঢাকার হয়ে বল হাতে আরাফাত সানি নেন ৪টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন আল আমিন হোসেন, জোবায়ের হোসেন। 

এমএএম/এসটি