স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৬ এএম
সবকিছু ঠিকঠাক ছিল আগে থেকেই। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। অবশেষে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির কন্যা আনশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শাহিন আফ্রিদি। বৃহস্পতিবার এই জুটির মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর গতকাল (শুক্রবার) করাচির গ্র্যান্ড মসজিদে এই বিয়ে অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে আনশা ও শাহিনের মেহেদির অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর ঘরোয়াভাবে এই জুটির কাবিন ও আকদ সম্পন্ন হয়।
আরও পড়ুন- রোনালদোর গোলে জয়হীন আল নাসের

এদিকে শাহিন আফ্রিদির বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক সাবেক ও বর্তমান ক্রিকেটার। অধিনায়ক বাবর আজম, সরফরাজ খান, নাসিম শাহসহ বেশ কয়েকজন ছিলেন শাহিনের দাওয়াতে। তবে বিপিএল খেলতে ঢাকায় অবস্থান করা মোহাম্মদ রিজওয়ান টুইটারের মাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভুলেননি সতীর্থ শাহিনকে।
আরও পড়ুন- ঢাকাকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল রংপুর
শহিদ আফ্রিদির পাঁচ মেয়ের মধ্যে আনশা দ্বিতীয়। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আলাদা টান রয়েছে আনশার। বাবা শহিদ আফ্রিদির খেলা দেখতে মাঝে মধ্যেই মাঠে থাকতেন সে।
২০১৮ সালের এপ্রিলে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু শাহিন আফ্রিদির। সেই বছরের ডিসেম্বরেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ২৫টি টেস্টে ৯৯ উইকেট আছে শাহিনের। তাছাড়াও ৩২টি ওয়ানডেতে ৬২ ও ৪৭ টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। তবে বর্তমানে ইনজুরির কারণে দলের বাইরে আছেন বর্তমান সময়ে পাকিস্তান দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার শাহিন আফ্রিদি।
এফএইচ