images

ক্রিকেট

বিপিএলকে পাড়ার ক্রিকেট বানিয়ে শাস্তি পেলেন ঢাকার দুই ক্রিকেটার 

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৮ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর যেন অব্যবস্থাপনার বড় বিজ্ঞাপন। আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের পর এবার বিপিএলকে রীতিমত এলাকার ক্রিকেট বানিয়ে দিয়েছেন ঢাকা ডমিনেটর্সের দুই ক্রিকেটার। ভুল জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমে তার মাশুল দিলেন মিজানুর রহমান ও আমির হামজা। 

সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে সোমবারের ম্যাচে দলের নির্ধারিত জার্সির বদলে ভুল জার্সি পরে মাঠে নেমেছিলেন ঢাকার এই দুই ক্রিকেটার। আর তাতেই এই দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে বিপিএল গভর্নিং কমিটি। ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে রাখা হয়েছে তাদের। 

ম্যাচ ফি কর্তনের পাশাপাশি দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। বিসিবির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গের অপরাধেই শাস্তি পাচ্ছেন মিজানুর ও হামজা। 

সেই ম্যাচে মাঠে কর্তব্যরত তিনজন আম্পায়াঞ্জ ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। এরই ভিত্তিতে শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। 

মিজানুর ও হামজা যেহেতু নিজেদের ভুল স্বীকার করেছেন সেক্ষেত্রে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

এমএএম