images

ক্রিকেট

রেকর্ড গড়ে সেমিফাইনালে উঠতে হবে বাংলার মেয়েদের 

স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৩, ১০:৫০ এএম

প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ পর্বের লড়াইয়ে ইতোমধ্যে বিশ্বকাপে নিজেদের জাত চিনিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতো বড় প্রতিপক্ষকে প্রথম ম্যাচে হারিয়ে রীতিমত সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলার মেয়েরা। এরপর গ্রুপ পর্বের বাকি সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠে দিশা বিশ্বাসরা। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার সিক্সের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপের সেমি ফাইনালে উঠার সমীকরণ কঠিন হয়ে দাঁড়িয়েছে টাইগ্রেসদের। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে লাল-সবুজের দল।  

প্রথম রাউন্ডে অপরাজিত থাকলেও সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে তিন ম্যাচের জয়রথ থামে বাংলাদেশের। সুপার সিক্সের প্রথম ম্যাচে পফেচস্ট্রুমে টস জিতে ব্যাট করে প্রত্যাশা -স্বর্ণারা। তবে শুরুতেই যেন রঙহীন ছিল দিশাদের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে কেবল ১০৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। 

এই একটি ম্যাচ হেরেই বিপাকে বাংলাদেশ। তাদের সেমিফাইনালে ওঠার রাস্তা জটিল হয়ে দাঁড়িয়েছে। তবে শেষ চারে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়নি দিশাদের। সুপার সিক্সের দ্বিতীয় তথা শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রেকর্ড গড়ে বড় ব্যবধানে জয় লাভ করতে হবে টাইগ্রেসদের।

বর্তমানে পয়েন্ট তালিকায় ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সমান সংখ্যক পয়েন্ট। এই তিন দলের পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে উঠতে হলে টাইগ্রেসদের আজকের ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। সেই সঙ্গে নেট রান রেটের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা অজিদের টপকাতে হবে। তাহলেই মিলবে সেমি ফাইনালের টিকিট। ইতিমধ্যে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড বিশ্বকাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে। আজ বাংলাদেশের ম্যাচের উপর নির্ভর করছে কে যাবে চতুর্থ দল হিসেবে শেষ চারে। 

আজ পফেচস্ট্রুমে নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির এক নম্বর গ্রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে দিশা বিশ্বাসরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে। 

এমএএম