images

ক্রিকেট

‘আমি কতটুকু হার্ডওয়ার্ক করি সেটা অনেকে জানে না’ 

স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৩, ০৮:৫৪ এএম

বাংলাদেশের ক্রিকেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি সমালোচিত নাম নাজমুল হোসেন শান্ত। দলের প্রয়োজনে ব্যাট জ্বলে উঠতে না পারা, ধারাবাহিক ফর্ম না থাকাসহ আরো বিভিন্ন কারণে সমালোচিত হয়ে থাকেন এই বাঁহাতি ওপেনার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি। গতকাল বিপিএলে সিলেটের হয়ে ম্য্যাচ জয়ী দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। ম্যাচ শেষে শান্ত তাকে নিয়ে গঠনমূলক সমালোচনার অনুরোধ করেছেন। 

গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে দলীয় ১৫ রানে সিলেটের তিন ব্যাটার (জাকির হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম) সাজঘরে ফেরেন। স্ট্রাইকার্সের বিপর্যয়ে ম্যাচের হাল ধরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ইংলিশ ক্রিকেটার টম মুরসকে সঙ্গে নিয়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন। ৬৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। হাইভোল্টেজ ম্যাচটি শেষ দিকে সিলেট জিতে নেয় ২ রানে। ম্যাচ সেরা নির্বাচিত হন শান্ত। 

ম্যাচে শেষে শান্ত বলেন, 'আমি এটা বলছি না যে আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না। আমি খারাপ খেললে অবশ্যই সমালোচনা হবে। তবে আমি মনে করি আরেকটু শালীনভাবেও হতে পারত। যেটা আমার পরিবারের জন্য ভালো হতো। এতোটুকুই।'

এই ওপেনার আরো বলেন, 'আমি যেটা বললাম এটা আসলে আমি নিয়ন্ত্রণ করতে পারব না। অনেকে না জেনে, অনেকে না বুঝে হয়তো কথা বলে ফেলে। দলের পরিকল্পনা, আমার পরিকল্পনা কিংবা আমি কতটুকু হার্ড ওয়ার্ক করি সেটা হয়তো অনেকে জানে না। জানার প্রয়োজনও নেই। এটা নিয়ে আসলে যত বেশি কথা আমি বলব, কথা বলাই হবে। এটা যার যার চিন্তা ভাবনা। সে যদি বুঝে কথা বলে, জেনে কথা বলে তাহলে আমার মনে হয় ভালো।'

এমএএম