images

ক্রিকেট

ভারত থেকে পাকিস্তানের শেখা উচিত, বরখাস্ত হয়ে রঙ বদলালেন রমিজ

স্পোর্টস ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৩, ০৯:৪৭ এএম

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সমালোচনার সুযোগ পেলে একবিন্দু ছাড় দেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন বিসিসিআই-এর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তবে এবার নিজের পদ হারানোর পর রঙ বদলেছেন বাবর আজমদের সাবেক এই বোর্ড প্রধান।   

ঘরের মাঠে ভারত যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। নতুন বছরের শুরুতেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করেছে টিম ইন্ডিয়া। এবার নিউজিল্যান্ডকে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারাল রোহিত শর্মার দল। এর পরেই পুরো পাল্টি খেয়ে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন পিসিবির সাবকে প্রধান রামিজ রাজা। 

শনিবার রায়পুরে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় ভারত। বোলারদের দাপটে ১০৮ রানে গুটিয়ে গিয়েছিল কিউইদের ইনিংস। জয়ের জন্য ১০৯ রান তাড়া করতে নেমে মাত্র ২০.১ ওভারেই এই রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে ভারত ১৯টি ওডিআইয়ের মধ্যে ঘরের মাঠে ১৫টি ওডিআই জিতেছে। 

রোহিত শর্মাদের বড় জয়ের পর রামিজ রাজা তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ভারতকে তাদের ঘরের মাঠে হারানো কঠিন। পাকিস্তান সহ উপমহাদেশীয় দলগুলোর এটা শেখা উচিত। পাকিস্তানের ক্ষমতা রয়েছে, কিন্তু ঘরের মাঠে ওদের পারফরম্যান্স ভারতের মতো ভালো নয়। বিশ্বকাপে ভারতের কাছে এটা খুব বড় ব্যাপার।’ 

কিছুদিন আগে ঘরের মাঠে পাকিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হেরেছিল। ইংল্যান্ডের কাছে টেস্টেও হোয়াইটওয়াশ হয় বাবর আজমরা। নিজ দেশের এমন পারফরম্যান্সের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সফলতা যেন পুড়াচ্ছে রমিজ রাজাকে। তাই প্রতিবেশীদের প্রশংসা করতে পিছ পা হননি তিনি। 

এমএএম