স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৩, ০৩:৩০ পিএম
ভারতের শ্রীলঙ্কা সিরিজের পরই তাদের দেশে আসছে তাসমান পারের দুই দেশ। কিউই ও অজিদের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে রোহিম শর্মাদের বোর্ড।
প্যাট কামিন্সদের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে সবচেয়ে বড় চমক সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে পারফর্মের ফলে টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন এই তারকা ব্যাটার।
১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর রোহিতরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত চার ম্যাচের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
ভারতের টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, কেএস ভারত, ইশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা*, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান, (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার।
এমএএম