images

ক্রিকেট

বিপিএলের টিকিট পাবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি ২০২৩, ০৫:৩০ পিএম

আগামী ৬ জানুয়ারি (শুক্রবার) পর্দা উঠছে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর বিপিএলের। এর মধ্য দিয়েই ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ততা শুরু হতে যাচ্ছে। এবারের আসরে ঢাকার প্রাথমিক পর্বের ম্যাচগুলো দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকার টিকিটে। আজ মিরপুরের দুইটি কেন্দ্র থেকে দেওয়া শুরু হয়েছে এই টিকিট।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের বুথ থেকে পাওয়া যাচ্ছে শুক্রবার থেকে শুরু হওয়া বিপিএলের নবম আসরের ম্যাচ টিকিট। তাছাড়াও ম্যাচের দিন ও আগের দিন সকাল সাড়ে নয়টা হতে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পাওয়া যাবে এই টিকিট। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই বছর অনলাইনে টিকিট বিক্রির কোনো ব্যবস্থার কথা জানায়নি বিসিবি।

আরও পড়ুন- পিএসজির অনুশীলনে ফিরলেন মেসি

এবার ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হচ্ছে সর্বনিম্ন ২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের দাম ১ হাজার ৫০০ টাকা। তাছাড়া উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১ হাজার টাকায়।

এদিকে ৬ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। তাছাড়াও সেদিনই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে তারা লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে।

এছাড়া নবম আসরে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে প্রথম পর্বের খেলা। এরপর বিপিএলের দলগুলো পাড়ি জমাবে চট্টগ্রামে। দুইদিনের বিরতি দিয়ে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২০ জানুয়ারি।

আরও পড়ুন- বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য সাকিবের

এরপর দুদিনের জন্য আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ ও ২৪ জানুয়ারি খেলা শেষে ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিলেট পর্বের খেলা। এই পর্বের খেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের বাকি সব ম্যাচই ঢাকাতে হবে।

এফএইচ