images

ক্রিকেট

‘কোহলি-রোহিত ভারতকে বিশ্বকাপ জেতাতে পারবে না’

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি ২০২৩, ০১:৫৫ পিএম

চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব‍্যর্থতার পর ওয়ানডেতে বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মা ভাল খেলতে পারলেই সফল হবে টিম ইন্ডিয়া। তবে এমনটা মানতে নারাজ ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবে। 

এক সাক্ষাৎকারে কপিল বলেন, 'কেউ যদি ভেবে থাকেন, এই দুই খেলোয়াড়ই ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেবে, তা হলে এই ভাবনা ভুল। একা কোহলি এবং রোহিতের উপর শিরোপা জয়ের আশা না রাখাই ভালো।'

এছাড়া কোচ নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, আপনি যদি বিশ্বকাপ জিততে চান, তবে কোচ নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিগত স্বার্থকে পেছনে ছুড়ে ফেলতে হবে। তাঁদের সকলকে দল নিয়ে ভাবতে হবে। আপনি বিরাট বা রোহিত অথবা ২-৩ জন ক্রিকেটারের উপর যদি ভরসা করে থাকেন, তারাই আপনাকে বিশ্বকাপ এনে দেবে। তবে কিন্তু ভুল হবে। এমনটা কিন্তু কখনও হয় না। পুরো দলের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের কি এমন দল আছে? অবশ্যই আছে। আমাদের কি এমন ম্যাচ উইনিং খেলোয়াড় আছে? অবশ্যই আছে। আমাদের দলে এমন ক্রিকেটার আছে যারা, বিশ্বকাপ জেতাতে পারে।

তিনি আরও বলেন,"সব সময়েই দুই-একজন খেলোয়াড় থাকে, যারা দলের স্তম্ভ হয়ে যায়। দল তাদের চারপাশে ঘোরে। কিন্তু আমাদের সেটা ভেঙে অন্তত ৫-৬ জন খেলোয়াড় তৈরি করতে হবে। সেই জন্য আমি বলছি, শুধু বিরাট এবং রোহিতের উপর নির্ভর করা ঠিক নয়। এমন খেলোয়াড়দের দরকার, যারা তাদের নিজস্ব দায়িত্ব পালন করে। তরুণদের এগিয়ে আসতে হবে এবং বলতে হবে, এখন আমাদের সময়।