images

ক্রিকেট

রাজা-কাইয়ার শতরানের জুটিতে ইতিহাসের দ্বারপ্রান্তে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

০৫ আগস্ট ২০২২, ০৮:১৮ পিএম

৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ৬ রানে ২ উইকেট হারানোর পর ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধেভেরে দুজনে গড়েছেন অর্ধশত রানের জুটি। মাধভেরে রান আউট হলে দলীয় ৬২ রানে ৩ উইকেটের পতন ঘটে। চতুর্থ উইকেট জুটিতে রীতিমত ইতিহাস রচনার পথে স্বাগতিকরা। সিকান্দার রাজা ও কাইয়ার শতরানের জুটিতে শক্ত অবস্থানে জিম্বাবুয়ে। ম্যাচ জিততে ৯৩ বলে ১১৬ রানের প্রয়োজন হাতে রয়েছে ৭ উইকেট। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ৩৪ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করেছে। মাধেভেরে ফেরার পর ৬৬ বলে অর্ধশতক পূর্ণ করেন কাইয়া। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির পান রাজাও। ৫৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিজ্ঞ এই ব্যাটার। 

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে স্বাগতিক দল। প্রথম ওভারেই আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার পরের ওভারে দ্যা ফিজের দেখানো পথে হাঁটেন শরিফুল ইসলাম। দলীয় ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল সিকান্দার রাজারা। 

প্রথম ওভারেই রেজিস চাকাভা বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। ডানহাতি এই ওপেনারকে ২ রানে ফিরিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এর পরের ওভারে মুসাকান্দাকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। এর ফলে ৬ রান তুলতেই ২ উইকেট হারায় রোডেশিয়ানরা।

এর আগে ব্যাট করতে নেমে তিন টপ অর্ডার ব্যাটারের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে তামিম ইকবালের দল। 

এমএএম