images

ক্রিকেট

নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলায় ফিরবেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবারই ক্রিকেটাররা খেলায় ফিরতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ক্রিকেটারদের সংগঠনটির পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ‘পদত্যাগ না করা পর্যন্ত খেলায় না ফেরার’ আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে সংগঠনটি।

কোয়াব বলছে, ‘পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি।’

নাজমুলকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কটের কারণে আজ বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। সূচি অনুযায়ী আগামীকাল দুটি ম্যাচ হওয়ার কথা।

এমআর