images

ক্রিকেট

নিজ জেলায় কোরবানি দিচ্ছেন লক্ষ্মীপুরের গর্ব হাসান

জেলা প্রতিনিধি

১০ জুলাই ২০২২, ১১:১০ এএম

বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার শুরুটা হয়েছিল সম্ভাবনা জাগিয়ে। ২০২১ সালের জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই ৩ উইকেট নিয়ে হাসান মাহমুদ বার্তা দিয়েছিলেন দারুণ কিছুর। তবে ইনজুরি আর টিম কম্বিনেশন মিলিয়ে সুযোগ পেয়েছেন মাত্র ৩ ম্যাচ। জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে যাবার সুযোগ না হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সৌভাগ্য হয়েছে এই পেস সেনসেশনের। 

হাসানের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনেই। পৌরসভার ৬নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকা সেটি। এবার কোরবানির ঈদ উপলক্ষে একটি পারিবারিকভাবে ১টি গুরু কোরবানি দিচ্ছেন হাসানরা।  

নিজের গরুর সঙ্গে হাসান (ছবি: ঢাকা মেইল)

লক্ষ্মীপুরের নিজ বাড়ীতে ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন ২২ বছর বয়সী এই তরুণ পেসার। হাসান বলেন, 'দীর্ঘদিন পর বাড়ীতে আসলাম। খুব স্বপ্ন ছিল, জাতীয় দলের খেলোয়াড় হয়ে ক্রিকেট খেলার। মহান সৃষ্টিকর্তা খুব অল্পসময়ে আমার সেই স্বপ্ন পূরণ করছে।' 

১টি মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া এই স্পিডস্টার আরও বলেন, 'ছোটবেলা থেকে বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ করি। এবারও সকলের সাথে ঈদের আনন্দ উপভোগ করবো।' 

হাসানদের পরিবারের সদস্য সংখ্যা ৭ জন। ২ ভাই ৩ বোন ও মা-বাবাকে নিয়ে এই ক্রিকেটারের সুখী পরিবার।

এআইএ