স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২২, ১০:৩২ এএম
যে কোন দেশের জন্য নিজেদের প্রথম বিশ্বকাপ জয় করা একটা মাইলফলক হয়ে থাকে সবসময়। এ ক্ষেত্রে ব্যতিক্রম নয় ভারত ক্রিকেট দলও। এমন ভাবনার সঙ্গে একমত সৌরভ গাঙ্গুলিও। তাঁর কাছে, ৮৩’র বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটা মাইলস্টোন। সম্প্রতি ম্যাজিক লাইটের অনুষ্ঠানে মীরের সঙ্গে কথোপকথনে নানান প্রসঙ্গ নিয়ে খোলামেলা কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ বলেন, কপিল দেবের বায়োপিকে রণবীর সিংয়ের অভিনয় অসাধারণ, আমি '৮৩' ছবিটি দেখেছি। আমি অনেক বায়োপিকই দেখেছে এমএস ধোনি দেখেছি, মিলখা সিং-এর বায়োপিক দেখেছি, তবে '৮৩' ছবিটা অন্যরকম।
'৮৩' ছবির প্রসঙ্গ ধরে সৌরভ আরও জানান, 'আমার সঙ্গে সম্প্রতি রণবীর সিং-এর দেখা হয়েছিল। আমি ওকে বলেছি, ওকে একেবারেই কপিলদেবের মতোই যাচ্ছিল।'
অনেক বায়োপিকই তো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক কবে আসবে? এ প্রশ্নে তিনি বলেন, 'আমি এখন চিত্রনাট্য লিখছি, আসলে রেকর্ড করছি। সময় পাই না, যখন পাই করতে থাকি। মনে হয় এখনও বছর দেড়েক লাগবে।’ তাঁর চরিত্রে কাকে দেখা যাবে? এ প্রশ্নে বলেন, এখনও ঠিক জানি না, রণবীর নাকি অন্যকেউ। চিত্রনাট্য লেখা শেষ হলে ওঁরাই ঠিক করবে।
অনেকেই বিরুষ্কা জুটিকে ট্রোল করে বলেন, অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ের পর বিরাট কোহলি নাকি ভালো খেলছেন না? সে প্রসঙ্গে সৌরভ বলেন, এটা ঠিক নয়। অনুষ্কা সঙ্গে বিয়ের পর বিরাট খারাপ খেলছে এটা ভুল কথা। ওদের ২০১৮-তে বিয়ে হয়েছে। বিরাট তো ২০১৬, ২০১৭, ২০১৮ এই তিন বছরই ভালো খেলেছে। হয়ত গত তিন বছর ও খারাপ খেলছে, তবে আমার মনে হয় না কারোর জন্য কিছু খারাপ হয়। আশা রাখি ও আবার কামব্যাক করবে।
সাম্প্রতিক কালে কী সিনেমা দেখেছেন? সৌরভ জানান, তিনি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা বিশেষ দেখেন না, তবে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ও 'বচ্চন পাণ্ডে' ছবিটি দেখেছেন।
এসও