স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২২, ০৬:২৬ পিএম
ইংল্যান্ড ক্রিকেটে চলছে পালাবদল। অ্যাশেজ ব্যর্থতার পর কোচিং প্যানেলে এসেছে ব্যাপক পরিবর্তন। কিছুদিন আগে ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আজ বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণার সঙ্গে ইয়ং মরগ্যানদের সাদা বলের কোচ চূড়ান্ত করেছে ইসিবি।
অস্ট্রেলিয়া নারী দলকে সদ্য বিশ্বকাপ জেতানো ম্যাথু মটকে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৪৮ বছর বয়সী মটের সঙ্গে চার বছরের চুক্তি করেছে ইসিবি।
— 7Cricket (@7Cricket) May 18, 2022
২০১৫ সাল থেকে দীর্ঘ সাত বছর ধরে অস্ট্রেলিয়া নারী দলের দায়িত্বে মট। তার অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দলে পরিণত হয়েছে মেগ ল্যানিংরা। সদ্য সমাপ্ত নারীদের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পাশাপাশি টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা অজিদের এনে দিয়েছেন মট।
অস্ট্রেলিয়া নারী দলের দায়িত্ব নেওয়ার আগে মট ইংলিশ কাউন্টি ক্লাব গ্ল্যামর্গানের কোচের দায়িত্বও পালন করেছিলেন। আগামী মাসে আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ইংলিশদের সাদা বলের কোচের দায়িত্ব শুরু করবেন তিনি।
এমএএম