স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম
আসছে অক্টোবরেই ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। ৫ অক্টোবর আইসিসির মেগা এই ইভেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এদিকে গতকাল ৫ সেপেটেম্বর ছিল এ টুর্নামেন্টের জন্য দেশগুলোর দল ঘোষণার শেষ দিন। তবে ডেডলাইনে আইসিসিকে দল পাঠানোর পর আজ এক বিবৃতিতে নিজেদের ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস।
দীর্ঘ এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ডাচরা। সেই ২০১১ সালের পর আর বিশ্ব মঞ্চে খেলতে পারেনি ইউরোপের দলটি। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের মতো দলকে টপকে সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে স্কট এডওয়ার্ডসের দল।
বিশ্বকাপ বাছাই পর্বে তাদের অভিজ্ঞ ক্রিকেটার কলিন অ্যাকারম্যান, পল ভ্যান মিকেরেন ও রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে দলের সঙ্গে ছিলেন না। তাদের ছাড়াই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ডাচরা। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই তিন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে নেদারল্যান্ডস।
আগামী ৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ডাচরা।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শরিজ আহমদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।