স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সবচেয়ে বড় নামের একটি কুইন্টন ডি কক। এই মারকুটে ওপেনারের কাঁধে চড়ে অজস্র জয়ের সাক্ষী হয়েছে প্রোটিয়ারা। তবে আসন্ন বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সিএসএ( সাউথ আফ্রিকা ক্রিকেট)।
ক্রিকেটের এই মেগা আসরকে সামনে রেখে ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছে একাধিক চমক। তবে সব থেকে বড় চমকে দেওয়ার মতো সংবাদ হল অবসরে যাচ্ছেন কুইন্টন ডি কক।
মারকুটে এই উইকেটরক্ষক ব্যাটার নিজেই তার অবসরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। এর আগে গত বছরের ডিসেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এদিকে আসন্ন বিগ ব্যাশে প্রথমবারের মতো মেলবোর্ন রেনিগেডসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪০ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার, করেছেন ৫৯৬৬ রান, আছে ১৭ টি শতকের পাশাপাশি ২৯টি অর্ধশতকও।
অপরদিকে প্রোটিয়াদের বিশ্বকাপ দলে রয়েছে অনেক চমক। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন একাধিক তারকা। সেই সঙ্গে সদ্য অভিষিক্ত জেরাল্ড কোয়েটজিও সুযোগ পেয়েছেন এই দলে।
অপরদিকে দিকে অনেক আশা জাগিয়েও ভারতের বিমান ধরার সুযোগ পাননি 'বেবি এবি' খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস। তবে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ বোলার সিসান্ডা মাগালা টিকে গেছেন বিশ্বকাপের দলে।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড:
টেম্বা বাভুমা (সি), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসেন ডুসেন