স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৩, ০৫:৩৩ পিএম
গত সোমবারের আগে কখনো ইংল্যান্ডের মাটিতে পা রাখেননি স্পেনসার জনসন। অথচ অস্ট্রেলিয়ান এই বোলারই কিনা প্রথমবারের মত ইংলিশদের মাটিতে খেলতে নেমে গড়েছেন অবিশ্বাস্য এক ইতিহাস। দুর্দান্ত বোলিংয়ে কাল তিনি ঘোল খাইয়ে ছেড়েছেন জস বাটলার, ফিল সল্টদের মত ব্যাটারদের।
নিজের ক্যারিয়ারে অন্যতম স্মরণীয় এক সপ্তাহই পার করেছেন স্পেনসার। গত রোববারই খেলেছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। সেখানে বাংলাদেশী ব্যাটার লিটন দাসের সতীর্থ ছিলেন তিনি। সারে জাগুয়ার্সের হয়ে ৬ ম্যাচ খেলে নিয়েছেন ৭ টি উইকেট। এরপর সোমবারই পেয়েছেন নিজ দেশ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ার খবর। আর এর একদিন পরই ইংল্যান্ডের দ্যা হান্ড্রেড ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই ডট বলের রেকর্ড গড়েছেন তিনি। আমেরিকার মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরে লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়েও খেলেছেন তিনি।
গতকাল বুধবার ওভাল ইনভিন্সিবলের বিপক্ষে দ্যা হান্ড্রেডে নিজের অভিষেক ম্যাচ খেলতে মাঠে নামেন স্পেনসার। ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে সে ম্যাচে নিজের করা ২০ বলের মধ্যে ১৯টিই ডট দিয়েছেন তিনি। আর ইংলিশ এ টুর্নামেন্টে এটিই একজন বোলারের সবথেকে বেশি ডট বল করার রেকর্ড গড়েছে।
— Johns. (@CricCrazyJohns) August 10, 2023
পাকিস্তানি পেসার ইহসানউল্লাহর বদলি হিসেবে তাকে হুট করেই দলে ভেড়ায় ওভাল। এরপর ইংল্যান্ডে এসে দলের সঙ্গে শুধু একদিন ইনডোরে অনুশীলন করেছিলেন তিনি। এরপরই মাঠে নেমে এমন অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন তিনি। এদিন শুধু ডট বলের রেকর্ড করেই ক্ষান্ত হননি স্পেনসার, নিয়েছেন তিনটি উইকেটও।
এদিকে অস্ট্রেলিয়ান এই বোলারের এমন রেকর্ডের মাহাত্ম্য আরও কয়েকগুন বেড়েছে প্রতিপক্ষ ব্যাটারদের নামের কারণে। কেননা নিজের করা ২০ বলের ১০ টিই গতকাল স্পেনসার করেছেন মারকাটারি ব্যাটার বাটলার এবং সল্টের বিপক্ষে। এই দুই ব্যাটারের বিপক্ষে প্রথম ৫ বলে কোনো রানই দেননি তিনি। এরপরের ৫ বলে ইংল্যান্ড অধিনায়ক একটি সিঙ্গেল নিলেও পরের ১০ বলে কোনো রানই দেননি অজি এই বোলার। উল্টো তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ান এই বোলারের এখনো নিজ দেশ অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকই হয়নি। এবারই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও অনভিজ্ঞ এ বোলার প্রপথম শ্রেণির ম্যাচই খেলেছেন মাত্র ৪ টি। এদিকে তাঁর এমন পারফর্ম্যান্সের পর স্পেনসার বলেছেন, ‘ভাষা খুঁজে পাচ্ছি না। বুঝছি না কী হচ্ছে! নিজেকে চিমটি কাটছি। চোটের কারণে কঠিন সময় পার করেছি। কিন্তু এখন ক্রিকেটটা উপভোগ করছি, এখানে থাকতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে।’
আরএ