images

স্পোর্টস / ফুটবল

নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই ম্যানসিটিকে হারিয়ে ম্যানইউর চমক

স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দাপুটে পারফরম্যান্সে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে তারা। তবে একই দিন পয়েন্ট খুঁইয়েছে শীর্ষে থাকা আর্সেনাল ও বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে সিটিকে ২-০ গোলে হারায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ব্রায়ান এমবুমো ও প্যাট্রিক ডর্গু।

অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে প্রথম ম্যাচে আরও তিনবার বল জালে জড়িয়েছিল স্বাগতিকরা। কিন্তু অফসাইডের কারণে তা গোল হয়নি। এছাড়া আরও তাদের দুটি প্রচেষ্টা পোস্ট ও ক্রসবারে লেগে ফিরে আসে।

দীর্ঘদিন ধরেই হতাশাজনক পারফরম্যান্সের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল ইউনাইটেড। একের পর এক ব্যর্থতায় বছরের শুরুতে চাকরি হারান তখনকার কোচ রুবেন আমুরি। পরের দুই ম্যাচের জন্য দায়িত্বে ছিলেন ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড‍্যারেন ফ্লেচার। কিন্তু জয়ে ফিরতে পারেনি তারা। সবশেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে হেরে ছিটকে যায় এফএ কাপ থেকে।

অবশেষে ক্যারিকের হাত ধরে লিগে টানা তিন ড্র এবং সব মিলিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেল ইউনাইটেড।

বল দখলের লড়াইয়ে সিটি বেশ এগিয়ে থাকলেও আক্রমণে ছিল একেবারে নিষ্প্রভ। ৬৮ শতাংশ সময় বল দখলে রাখা পেপ গুয়ার্দিওলার দল ৭টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। অন্যদিকে ১০ শটের ৭টিই লক্ষ্যে রাখে ইউনাইটেড।

২২ ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। অন্যদিকে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি।

শিরোপা লড়াইয়ে অন্যতম প্রতিদ্বন্দ্বীদের হারের দিন তাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করে আর্সেনাল। নটিংহ্যাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র করে মিকেল আর্তেতার দল।

এই নিয়ে লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল আর্সেনাল। সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে তারা। ২২ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৫০।অন্যদিকে লিগে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট খুঁইয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে রেলিগেশন অঞ্চলে থাকা বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্নে স্লটের দল।

৪২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ফ্লোরিয়ান ভির্টজ। বাজে সময়কে পেছনে ফেলে লিভারপুলের জার্সিতে সবশেষ চার ম্যাচের তিনটিতেই গোলের দেখা পেলেন এই জার্মান অ্যাটাকিং-মিডফিল্ডার।

বিরতির পর ৬৫তম মিনিটে সমতায় ফেরে বার্নলি। পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থাকা দলটির পুরো ম্যাচে সেটিই ছিল একমাত্র লক্ষ্যে থাকা শট।

২২ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।