images

স্পোর্টস / ক্রিকেট

ভারতের কাছে হারের ব্যাখ্যায় যা বললেন তামিম 

স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৬, ১১:১২ এএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। জিম্বাবুয়েতে আগে বল করে প্রতিপক্ষকে বেশ চাপে রেখেছিল টাইগার যুবারা। বারবার বৃষ্টি বাগড়া দেওয়া ম্যাচে প্রথমে ডিএল মেথডে ৪৯ ওভারে ২৩৫ রানের লক্ষ্য পায় আজিজুল হক তামিমের দল। সে লক্ষ্যে ভালোই ছুটছিল যুবারা। ১৭.২ ওভারে ২ উইকেটে ৯০ রান করে জয়ের পথেই ছিল দল। 

তবে এরপরই ম্যাচে আবার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ৮১ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার ম্যাচ শুরু হলে বাংলাদেশ নতুন লক্ষ্য পায় ২৯ ওভারে ১৬৫ রানের। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রান প্রয়োজন তখন বাংলাদেশের। তবে এ সমীকরণই আর মেলাতে পারেনি টাইগার যুবারা। ভারতীয় বোলারদের দাপটে বৃষ্টির পর তাসের ঘরের মত ভেঙে পড়ে দলটি। ব্যক্তিগত অর্ধশতক পেলেও অধিনায়ক তামিমও ফুলটস বলে আউট হন ক্যাচ তুলে দিয়ে। 

শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে ১৪৬ রানে অল আউট হয় বাংলাদেশ। ৪০ রানে ৮ উইকেট হারিয়ে হাতের নাগালে থাকা ম্যাচটা ডিএলএস মেথডে ১৯ রানে হেরে গেছে বাংলাদেশ। এমন হারের পর নিজের আউটকেই দায়ী করেছেন অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘সেই শটটাই ডুবিয়েছে। ম্যাচটা আমার জন্য শিক্ষা। সেরাটা দিচ্ছি। তবে দুর্ভাগ্যজনকভাবে তারা ক্যাচটা ধরেছে। ভারত অনেক দুর্দান্ত দল।’

তিনি আরও বলেন, ‘আমাদের জন্য হতাশাজনক। সুযোগ নষ্ট করেছি। ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথড চলে এল। ম্যাচটা আমাদের জন্য শিক্ষা।’