images

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের সম্ভাবনা নাকচ করল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

আয়ারল্যান্ডের ম্যাচ শ্রীলঙ্কা থেকেই হবে, গ্রুপ বদলাচ্ছে না- স্পষ্ট করল ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। তারা জানিয়ে দিয়েছে, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ আয়ারল্যান্ডের গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকে অন্য কোথাও সরানো হবে না। বাংলাদেশ–আয়ারল্যান্ড গ্রুপ অদলবদলের সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে বলে খবর বেরিয়েছিল, সেটিও নাকচ করেছে সংস্থাটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবি করেছিল, ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তারা আইসিসির কাছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব দিয়েছে। তবে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বিষয়টি পরিষ্কার করে বলেন, “আমরা নিশ্চিত আশ্বাস পেয়েছি—মূল সূচি বদলাবে না। গ্রুপপর্বে আমরা শ্রীলঙ্কাতেই খেলব।”

ড্র অনুযায়ী, আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমানের সঙ্গে। তাদের সব গ্রুপ ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে, বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির সঙ্গে। সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে।

শনিবার ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিসিবি গ্রুপ বদলের ধারণাটি সামনে তোলে। পরে এক বিবৃতিতে বিসিবি জানায়, “অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে নেওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে।”

তবে এই প্রস্তাব আইসিসি কিংবা ক্রিকেট আয়ারল্যান্ড- কোনো পক্ষের কাছেই সমর্থন পায়নি বলেই ইঙ্গিত মিলছে। ঢাকার বৈঠকে আইসিসির পক্ষে ছিলেন গৌরব শাক্সেনা (জেনারেল ম্যানেজার, ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন) এবং অ্যান্ড্রু এফগ্রেভ (জেনারেল ম্যানেজার, ইন্টেগ্রিটি ইউনিট)। ভিসা জটিলতার কারণে শাক্সেনা পরে ভার্চুয়ালি যুক্ত হন, আর এফগ্রেভ উপস্থিত ছিলেন সরাসরি।

বিসিবি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সভাপতি মো. আমিনুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

পৃথক এক বিবৃতিতে বিসিবি নিশ্চিত করেছে, বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিস্তৃত আলোচনার অংশ হিসেবেই গ্রুপ পরিবর্তনের বিষয়টি তোলা হয়েছিল। পাশাপাশি, দল, সমর্থক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগও আইসিসিকে জানানো হয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে কলকাতাতেই। গ্রুপপর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা–উদ্বেগের কথাই উল্লেখ করেছে বিসিবি। আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের চুক্তি নিয়ে জটিলতার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বলেও জানানো হয়েছে।

তবে সব জটিলতার মাঝেও বিসিবি বলেছে, আইসিসির সঙ্গে আলোচনা হয়েছে “গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে” এবং এ বিষয়ে সংলাপ চালু রাখার ব্যাপারে দুই পক্ষই একমত। উল্লেখ্য, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত, ভারত ও শ্রীলঙ্কায়।