images

স্পোর্টস / ক্রিকেট

৪০ রানের লক্ষ্য দিয়ে জয়, ভাঙল ২৩২ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

করাচিতে প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে রেকর্ড গড়া এক অবিশ্বাস্য ম্যাচে ২৩২ বছরের পুরোনো নজির ভেঙে দিয়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রেসিডেন্টস ট্রফির ম্যাচে মাত্র ৪০ রানের লক্ষ্য রক্ষা করে সুই নর্দার্ন (এসএনজিপিএল)-কে দুই রানে হারিয়েছে পিটিভি, যা প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন সফল রান ডিফেন্সের নতুন রেকর্ড।

এর আগে এত ছোট লক্ষ্য কখনোই রক্ষা করা যায়নি। আগের রেকর্ডটি ছিল ১৭৯৪ সালের- লর্ডস ওল্ড গ্রাউন্ডে এমসিসির বিপক্ষে ওল্ডফিল্ড ৪১ রান রক্ষা করে ছয় রানে জিতেছিল।

করাচিতে ৪০ রান তাড়ায় নামা এসএনজিপিএলকে ৩৭ রানে অলআউট করে দেয় পিটিভি। ঐতিহাসিক এই জয়ে মূল ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার আলি উসমান। চলতি কায়েদে-আজম ট্রফির শীর্ষ উইকেটশিকারি উসমান ম্যাচে ৯ রানে নেন ৬ উইকেট। অপর চারটি উইকেট নেন পেসার আমাদ বাট।

চলতি প্রেসিডেন্টস ট্রফিতে কম রান ও দ্রুত শেষ হওয়া ম্যাচ নিয়মিত দৃশ্য হলেও, এই ম্যাচের প্রথম দুই ইনিংস ছিল তুলনামূলক স্বাভাবিক। প্রথম ইনিংসে পিটিভি অলআউট হয় ১৬৬ রানে। জবাবে এসএনজিপিএল ২৩৮ রান তুলে নেয় ৭২ রানের লিড।

করাচির উইকেট দ্রুত ভেঙে পড়ায় দ্বিতীয় ইনিংসে পিটিভি ১১১ রানে গুটিয়ে গেলে ম্যাচ কার্যত এসএনজিপিএলের হাতেই চলে গেছে বলে মনে হচ্ছিল। তবে শেষ ইনিংসে নাটকীয় বোলিংয়ে অসম্ভবকে সম্ভব করে তোলে পিটিভি, আর ক্রিকেট ইতিহাসে নাম লেখায় এক অভূতপূর্ব রেকর্ডের।