images

স্পোর্টস / ফুটবল

ভুটানের বিপক্ষে ড্র বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

ব্যাংককে চলমান সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দারুণ লড়াইয়ে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে চমৎকার জয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ শনিবার ননথাবুরি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়ে। ম্যাচের পঞ্চম মিনিটেই লিড নেয় ভুটান। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি লাল-সবুজের মেয়েদের। মধ্যমাঠ থেকে নেওয়া শক্তিশালী লং রেঞ্জ শটে সমতা ফেরান মাতসুশিমা সুমাইয়া।

এরপর ম্যাচটি কিছু সময় সমানে সমান চললেও দ্বিতীয়ার্ধের শুরুতে ফের নিয়ন্ত্রণ নেয় ভুটান। ৩০ মিনিটের মধ্যে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।

তবে এখানেই দারুণ প্রত্যাবর্তনের গল্প লেখে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন ব্যক্তিগত নৈপুণ্যে একটি গোল করে ব্যবধান কমান। ঠিক এক মিনিট পরই ভুটানের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান মাসুরা পারভীন।

শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় বাংলাদেশ, তবে আর গোলের দেখা পায়নি। ফলে রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয় ৩-৩ ড্রয়ে।

বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে ২১ জানুয়ারি, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।